পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

↑ Ꮼ মামলার ফল পাচু । আমি তোমারে বলতেছি সামন্ত মশাই । রাগ পইড়ে গেলে দিদি আপনিই ফিরবে। তুমি ত্যাতক্ষণ এটুটু বিশ্রাম লেও, আমি সব জোগাড় যস্তর কইরে রাখি। কাল সকালেই আদালতের প্যায়দা আর আমাদের ফেলা চৌকিদাররে নে গে তাকে ক্যাক কইরে ধরব। [ দুজনে ঘরের দিকে অগ্রসর হ’ল । মঞ্চ অন্ধকার হয়ে গেল ] मनंग हुभ7 [ পাচলার পোলের সন্নিকট । শ্রমিক কর্মচারীদের বসবাসের জন্য নির্মিত অস্থায়ী চালাঘর দেখা যাচ্ছে । ] শিবু। এ ষে একেবারে এলাহি কাণ্ড হে পাচু। এত বড়ো তেপাস্তরের মত মাঠখানাতে এ যে একেবারে ছিনাথের মেলা বইসে গিয়েছে হে। পাচু। তাই তো দেকতেচি। আমি তো বড় ইদিকে আসি-টাসিনে, তাই टैिक পেয়াদা । তা বুজলেন পঞ্চানন বাবু— পাচু। পঞ্চানন নয়, পেয়াদা মশাই–পাচু, পাচু ঠাকুমার মুখে গল্প শুনেছি, আমাদের তিপুষ্ঠির পাচু ঠাকুরের দোর ধইরে আমার জন্ম—তাই ঠাকুমা আমার নাম রেইখেছে পাচু। পেয়াদা। তিপুণ্যর প্রচুঠাকুর ? বড় জাগ্রত দেবতা মশাই। আমার বড় শালাজের ভাইঝিজামাই, বুজেছেন—তার সাক্ষাৎ মাসতুতো বোন— আপনাকে বলব কি মশাই, জন্ম থেকেই একেবারে ক্যাকলাসের মতন চেহারা । ফেলা। ও ঐ রকম হয় বটে কারো কারে । পেয়াদা। আরে শোনই না চৌকিদার ভায়া। মেয়ের বয়েস বাড়ে কিন্তু শরীরে আর আপনার, বুজলেন পঞ্চানন বাবু— । পাচু । আঃ, পাচ বাবু—