পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8br - মামলার ফল পেয়াদা। আরে না, না, এতো কি বলে ক্রোকের পরোয়ানা লয় যে, কি আটক করলুম—কতটুকু আটক করলুম, তার আগাপাস্তলা সব ফিরিস্তি নাগবে, কিংবা সাক্ষীসাবুদ নাগবে। এ হল কি বলে—বজি ওয়ারেন্ট। স্বতরাং ও সব ঝামেলা ঝকি কিছু লেই। পাচু। ও ই! ঝামেলা কিছু না থাকলিই হ'ল । ছোড়াটা আবার এটুটু SelfFai | - পেয়াদা । আরে রাকুন মশাই আপনার গুণ্ডা। হাকিমের পরোয়ানা নিয়ে কোটের পেয়াদ এইলে, দড়িছেড়া বলদ অবদি আপনার থির হইরে দাড়িয়ে যায়—আর এতে আপনার বাচ্চা এটুটা ছেইলে। ফেলা। তাই না তাই। আপনি কোটের প্যায়দা আছেন, আমি থানার চৌকিদার আছি। গুণ্ডামি অমনি করলিই হল ? শিৰু অযথা তুমি ছেলেটারে দ্বষতেছ পাচু। ছোড়াটা এটুটু ডাকাবুকে ঠিকই। তা বইলে গুণ্ড বদমাস সে লয়। পেয়াদা। হ্যা, হ্যা, তা তো বটেই। তা যা বলছিলাম পাচুবাবু, কোটে চাকরী করে, এই দুটো চৰ্ম্মচক্ষে দেখলুম মশাই অনেক। তার উপর মনে করুন ফৌজদারী কোট আপনার হল গিয়ে হরিহর ছত্রের মেলা। শালীনতাহানি, ফুল্লানি, পকেটমারা থেকে স্বরু কইরে— পাচু। জানি মশাই জানি। আপনার আশীব্বাদে ফৌজদারী আদালতের ব্যাপার-স্যাপার ও আমার সব নখদঃনে আছে। পেয়াদা। সে অবগু আমি এক আঁচড়েই বুইজেছি। তেবু শত হলিও আপনার সব পবলিক কি না। পাচু। কি লিক ? পেয়াদা। পৰলিক—মানে সাধারণ নোক আর কি ! তা আপনি কিছু ভাৰবেন না, আপনি শুদ্ধ জালামীকে এটুটু জাভেন্টিটি কইরে দেবেন। बिबू। कि कहेच्न cश्रब ?