পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्लब नृष्ठ 92 পেয়াদা। আডেন্টিটি। পাঁচু। ও বাবা, সে আবার কি ? - পেয়াদা। আডেন্টিটি বুজলেন না? সনাক্তকরণ মশাই, সনাক্তকরণ। শিবু ও, সনাক্তকরণ। তাই বলুন। আমি মনে করন্থ না যেন এটুটা কি ? ফেলা। তা খোলসা কইরে বাংলায় বললিই পারেন —দারোগাবাবুর টাটু, ঘোড়াটার মতন ইনজিরি কথার চাটু মারেন ক্যানে ? পেয়াদা। কোটে কাজ কইরে কইরে ইংরেজিটা আমার এমন লবজ হুইয়ে গিয়েছে—বলতি ন চাইলেও মুক দে বেরিয়ে পড়ে। ফলে হইয়েছে কি জানেন ? সব কথারে আবার বাংলায় ক্যালিফাই কইরে দিতে হয়। পাচু । তাড়াতাড়ি পা চালিয়ে চলেন পেয়াদা মশাই। শেষে না ছোড়াটা ভেইগে যায়। পেয়াদা। আরে না, না, ভেইগে যাবে কোথায় ? তবে আপনি সমস্ত ঠিকঠাক জেইনে নিয়েছেন তো পাচুবাৰু? ফলসো হইলে কিন্তু হজ্জোত হইয়ে যাবে মশাই । একেবারে ডিফোরমিশন স্বাট, মানে—মানহানির মামলা হইয়ে যাবে। তখন আমাদের জুরিডিকেশনের বাইরে চইলে যাবে। আর সেই সঙ্গে আমারও প্রেস্টিগ—মানে সম্মান ভ্যামারেজ খেইয়ে যাবে। " শিৰু। পেয়াল মশাই কি বলচেন শুনভিছ তো পাচু। বুড়ে বয়সে আমারে যেন আবার জয়ে মজিও না বাপু ! পাচু। তুমি একেবারে নিব ভাবনায় থাকে সামন্ত মশাই। আমি সব ভাল কইরে জেইনে বুইজে নিয়েছি। এখন এটুটু পা চালিয়ে চলো। { সকলের প্রস্থান । মঞ্চ অন্ধকার হয়ে গেল ]