পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 মামলার ফল নে গেছিল কি আমার এই সৰ্ব্বনাশ করতি। বলি, মুডো ব্যাটার বাডি যদি খেতি না চাস— পেয়াদা। আমার উপর যেন রাগ কোরো নি মী-জননী । সরকারী কম্মচারী আমি, মহামান্য আদালতের হুকুমে— o শিবু। এমন কইরে বাডী ঘর ফেলি চলি আসতি হয বড় বোঁ ? আমরা যে কত চিন্তায় মরতেছি, সে কথা একবার মনে হ’ল না তোর ৷ ও পেয়াদা মশাই, আপনি একন আসেন, আপনার ও আডেন্টিটি আর কাজে লাগবে নি। গঙ্গা। না-না-এই ভর দুপুরে—না থেষ্টযে দেইয়ে উনি যাবেন কোথা ? [ গান গাইতে গাইতে বৈরাগীর প্রবেশ ] গান ঐ দ্যাখ, মা চেয়ে নন্দরাণী, পোহাল তোর বিভাবরী, এবার গোপালকে নে মা যশোদা, ভাসাও তোমার সোনার তরী। অভিমানে নন্দ রাজা, তোর গোপালে দিল সাজা, সে আজ আপনি কেঁদে এলো সেধে, নিতে গোপালে বুকে করি । [ গান শেষ করে বৈরাগী চলে গেল ] গঙ্গা। ওরে ও মুকপোড়া গয়া, ই কইরে দেড়িয়ে দেখতেছিল কি ? তেল গামছা-টামছা কি আছে বার কইরে দে—ওঁয়ারা নদী থেইকে গে ডুৰ দিয়ে আস্থক, আমি ত্যাতক্ষণ আর এক হাড়ি চড়িয়ে দিই— [ ইতিমধ্যে শম্ভু এসে দাড়াল ) শিৰু। একি ! শম্ভু ! তুই একানে ? শঙ্কু। শুধু আমি ক্যানে ? তোমার ছোট বৌমাও তো এইয়েছে।