পাতা:মার্কাস্‌ অরিলিয়সের আত্মচিন্তা.djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

Who noble ends by noble means obtains,
Or failing, smiles in exile or in chains,
Like good Aurelius let him reign or bleed,
Like Socrates, that man is great indeed.

Pope’s Essay on Man.

সতত সুমহৎ কার্য্য সাধি, যে লভে সুমহৎ ফল
ভগ্ন মনোরথ হোলেও সহাস্য বদন নির্জ্জন বাসে
হোক্ রাজ্যভোগ বসি রাজসিংহাসনে অরলিয় সম
কিম্বা সক্রেটিস্ ন্যায় উৎসর্গি জীবন সত্যের লাগি
তিনিই যথার্থ মহৎলোক ভুবনে জানিও নিশ্চয়।

শ্রীলালবিহারী বড়াল।