পাতা:মিলটনকৃত কাব্য - প্রথম খণ্ড.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিটন সাহেব কৃভ ইংরাজী ভাষার বিখ্যাত কাব্য অর্থাৎআদিনরের ভৌম স্বর্গভ্রষ্টতা বিষয়ক অনিৰ্ব্বচ র্মীয় জ্ঞানদায়স্তু অদ্বিতীয় নিরুপমগ্রন্থ স্বদেশ হিল র্থে বঙ্গভাষায় পয়ারাদি ছন্দে ও তাহাঁর টীকা গদ্যে অনুবাদপুরঃসর মুদ্রাঙ্কন করিতে প্ৰবৰ্ত্ত হইলাম, এই তর কঠিন পুস্তক আমাদিগের তুলা অপবুদ্ধি মধুষ্যের দ্বারা উক্ত ভাষায় অনুবাদ ওয়া দুঃসাধ্য সাধন বিবেচনায় শ্রীরামপুর কলেজের অধ্যাপক বজ্ঞবল্প ঐযুত পাদরী উইলেম নেরি ডেনভূমি হেবের সহায়তাতে এবং উক্ত বিদ্যালয়ের প

  • 噪 بانيا

ণ্ডিত শ্ৰীযুত ব্রহ্মমোহন ভট্টাচার্যের অনুকূল্যে বিবিধ যত্নে অতি সাবধানে যথাসায়

ধ্যে তৎকৰ্ম্ম সমাধ করা গেল তত্ৰাপি কাব্যের কাঠিন্য প্রযুক্ত ও নাম ভাষার্থ সঙ্ঘটন সম্ভাবনীয় অনুমান হয় আমাদিগের রুত কার্যের মধ্যে স্থানে২ কেল্লখ দেয গণ্য ক রিতে পারেন। অতএব বিস্ত্ৰ জনগণ সমীপে বিনয় পুরঃসর আবেদন এই যে যদ্যপি অনুবাদবিষয়ক সুস্থতঃ কোন দোষ তাহাদিগের দৃক্গোচর হয় স্তবে আমাদিগের প্রতি হাস্য মা করিয়া বরং নিজ গুণে কৃপাধীনে তস্কৃত্তান্ত স্ত্রীরামপুর কালেজে প্রেরণ করিলে আমরা কৃতজ্ঞতা স্বীকার পূর্বক তৃক্তদোষ সংশোধনে পুনমুদ্রাঙ্কনে যত্নবান হইব । পুনশ্চ ভরসা স্থান এই যে সাধুজনের জন্যের কৃত