পাতা:মিষ্টান্ন-পাক.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪৮
মিষ্টান্ন-পাক।

ইয়া লইবে। অনন্তর, উপযুক্ত পরিমাণ দুগ্ধ, মৌরী, ছোটএলাচের দানা ও গোলমরীচ-চূর্ণ মিশাইবে; এই মিশ্রিত পদার্থ মালপোয়া ভাজার নিয়মে ভাজিয়া রসে ফেলিয়া তুলিয়া লইবে।


ক্ষীরের মালপোয়া।

 যে নিয়মে ছানার মালপোয়া প্রস্তুত করিতে হয়, ক্ষীরের মালপোয়া প্রস্তুতের নিয়ম-ও অবিকল সেইরূপ। প্রভেদের মধ্যে ছানার পরিবর্ত্তে কঠিন ক্ষীর বাটিয়া লইতে হয়। এই মালপোয়া অত্যন্ত সুখাদ্য।


সবেদার মালপোয়া।

 ধ সের সবেদা, এবং এক পোয়া ছানা জলে গুলিয়া ফেটাইবে। পরে তাহাতে কিছু কাবাবচিনি-চূর্ণ, গোলমরীচের গুঁড়া এবং বড় এলাচের আস্ত দানা মিশাইয়া লইবে। এই মিশ্রিত পদার্থ মালপোয়া ভাজার নিয়মে ঘৃতে ভাজিয়া, চিনির রসে ফেলিবে। অনন্তর, তাহা হইতে তুলিয়া লইলে-ই সবেদার মালপোয়া প্রস্তুত হইল।


পানিফলের গজা।

 পানিফলের আটায় প্রথমে ময়ান দিবে; তদনত্তর জল দ্বারা গজার ময়দার ন্যায় মাখিয়া লইবে। ময়ান অল্প হইলে গজা মোলায়েম