পাতা:মিষ্টান্ন-পাক.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৭০
মিষ্টান্ন-পাক।

তাহাতে আনারসের কুচিগুলি ঢালিয়া দাও। জ্বালের অবস্থায় যখন ঐ ফুচিগুলি উজ্জ্বল দেখাইবে, তখন তাহা জ্বাল হইতে নামাও, এবং পাত্রে রাখিয়া তাহার মুখ আঁটিয়া শীতল স্থানে রাখ। এইরূপ অবস্থায় রাখিলে, উহা অধিক দিন পর্য্যন্ত খাদ্যের উপযুক্ত থাকিবে।

দেলখোস সরবত।

 ধ পোয়া আঙ্গুর কুচি কুচি করিয়া এক পোয়া জলে সিদ্ধ কর; এবং সিদ্ধ হইলে কাপড়ে নিংড়াইয়া ক্বাথ বাহির করিয়া লও। এখন এই ক্বাথে লিমন সিরাপ পরিমাণ-মত মিশ্রিত কর। ইচ্ছা হইলে, পানের সময় উহাতে একটু গোলাপ-জল, এবং বরফ-ও মিশাইয়া পান করিতে পার।

______

আনারসের দেশী সরবত।

 প্রথমে আনারসের খোসা ও চোক ছাড়াইয়া লবণ মাখাইয়া দশ পনর মিনিট রাখিবে। পরে তাহা অল্প থেঁত করিয়া পরিষ্কার নেক তায় চিপিয়া রস বাহির করিবে। এখন উহাতে পরিমাণ বুঝিয়া চিনি কিংবা মিছরির পালা মিশাইয়া লইলে-ই হইল।

_____

সরবতী ঘোল।

 ভাল-রকম টাকা দধিতে পরিমিত জল দিয়া খুব ফেটাইতে থাক। যখন দৈ ঘোলের ন্যায় হইবে, তখন তাহাতে পরিমিত গোলাপ