পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। పాసె ক্ষপ –দেখ উপাসক ! একগুণ তিথি-ফল, চারি গুণ ফল নক্ষত্রের, লগ্নের চৌষট্টি গুণ সিদ্ধান্ত এই জ্যোতিষের ॥ অপিচ 2– স্থলগ্ন হইবে লগ্ন, ক্রর গ্রহে কর পরিহার। চন্দ্র-বলে হও বলী —হইবে গো বহু উপকার ॥ স্বাক্ষ –দেখ বাপু, অপরাপর জ্যোতিষিদের সঙ্গে একবার পরামর্শ করে” দেখ । ক্ষপ –উপাসক। তুমি পরামর্শ কর। আমি এখন গৃহে চরম। রাক্ষ।—দেখ বাপু রাগ কোরো না । ক্ষপ –আমি রাগ করিনি । রাক্ষ —তবে কে রাগ করেছে ? ক্ষপ –(স্বগত) ভগবান কৃতান্ত--যিনি আত্মপক্ষকে ত্যাগ করিয়ে আমার দ্যায় শক্রপক্ষের সিদ্ধান্ত গ্রহণ করাচ্চেন। - ( ক্ষপণকের প্রস্থান ) রাক্ষ —প্রিয়ম্বদক, কত বেলা হল দেখ তো । প্রিয়ং —যে আজ্ঞে । ( প্রস্থান করিয়া পুনঃ প্রবেশ ) স্বৰ্য্যদেব অস্ত হব-হব কচ্চেন । স্বাক্ষ।-( আসন হইতে উথান করিয়া দর্শন ) তাইতে, ভগবান স্বৰ্য্যদেব সত্যই যে অস্তোন্মুখ হয়েছেন ।