পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रृंश्लो अक्क । yevo সিদ্ধা।—পরিব্রাজক্ট মহাশয় । আপনি কি জানেন না, আমি সিদ্ধার্থক—অমাত্য রাক্ষসের পারিষদ ? আমার মুদ্রা-নিদর্শন না থাকলেও কার সাধ্য আমাকে আটকে রাখে। ক্ষপ –উপাসক রাক্ষসেরই হও বা খঙ্কসেরই পারিষদ হও, বিনা মুদ্রা-নিদর্শনে তোমার বেরোবার উপায় নেই । সিদ্ধ। —পরিব্রাজক মহাশয়, রাগ করবেন না, আশীৰ্ব্বাদ করুন যেন আমার কার্য্যসিদ্ধি হয় । ক্ষপ।—উপাসক যাও—তোমার যেন কাৰ্য্যসিদ্ধি হয় । আমিও পাটুলীপুত্রে যাবার মুদ্র নিদর্শন ভাগুরায়ণের কাছ থেকে * পাবার প্রতীক্ষায় আছি। - ভাগুরায়ণ এবং উাহীর পশ্চাৎ-পশ্চাৎ একজন অনুচরের প্রবেশ । প্তাগু —(স্বগত) ওঃ ! চাণক্য-নীতির কি বিচিত্রতা ! কতু পরিস্কট-লক্ষ্য, কডুব সে দুর্বোধ গভীর, কখন সম্পূর্ণ অঙ্গ, কখন বা কৃশাঙ্গ-শরীর। কখন বা ভ্রষ্ট-বীজ, কন্তু বা অপর্যাপ্ত ধরে ফল-ভার —নিয়তির সম আহো নীতিজ্ঞ জনের নীতি বিচিত্র-আকার! ( প্রকাশুে ) দেখ বাপু ভাস্করক! কুমারের ইচ্ছা নয়, আমি