পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s মুদ্রা-রাক্ষস । নটীর প্রবেশ । এই যে আমি এসেছি। কি আজ্ঞা হয় অনুগ্রহ করে’ বল । স্বত্র ।—ঠাকরণ, আজ্ঞার কথা এখন থাক্ । পূজ্যপাদ ব্ৰাহ্মণদের ভোজনে নিমন্ত্রণ করে আমাকে কি আজ অনুগৃহীত করেছ— না, কোন বাঞ্ছিত অতিথির আগমনে এই সমস্ত পাকের আয়োজন হচ্চে ? নট —ই গো হুঁ, পূজ্যপাদ ব্রাহ্মণদের আজ নিমন্ত্রণ করেছি। স্বস্ত্ৰ –কেন বল দিকি ? নটী।—আজ ভগবান চক্সের গ্রহণ, তাই নিমন্ত্রণ করেছি। স্বত্র –কে বল্লে, আজ গ্রহণ ? নটী ।--নগরের লোকজন সবাই এই কথা বলচে। স্বত্র –ওগো ঠাকরণ ! আমি অত্যন্ত শ্রম স্বীকার করে’ জ্যোতিঃশাস্ত্রের চৌষটি অঙ্গ অধ্যয়ন করেছি—ব্রাহ্মণদের উদ্দেশে যে পাক কাৰ্য্য আরম্ভ হয়েছে এখনি তা’ বন্ধ কবে দেও । চন্দ্রগ্রহণ হবে বোলে তোমাকে নিশ্চয় কেউ ঠকিয়েছে। দেখ না কেন 2– কেতু সহ পাপগ্রহ পূর্ণ চন্দ্রমারে সবলে যদিও সে গো চাহে গ্ৰাসিবারে—(অৰ্দ্ধোক্তি) নেপথ্যে । আঃ ! আমি এখানে থাকৃতে চন্দ্রকে কে বলপূৰ্ব্বক গ্রাস করতে চায় শুনি ? স্বত্র – কেতু সহ পাপগ্রহ পূর্ণ চন্দ্রমারে সবলে যদিও ইচ্ছা করে গ্রালিৰারে বুধ-যোগে রক্ষিত লে—কে পারে জাহারে ?