পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'\రి পারলীকের রাজা মেম্বাক্ষ –এর মধ্যে প্রথম ৰে তিন জনের নাম করলেম তার মলয়কেতুর বিষয় সম্পত্তির প্রার্থ,-আর দুই জন কেশৰ ও হস্তিবলের প্রার্থী। আর, মহারাজ আপনি যেরূপ চাণক্যকে দূর করে আমার প্রীতি উৎপাদন করেছেন, সেইরূপ এদেরও পূৰ্ব্ব-কথিত প্রার্থনাগুলি পূর্ণ করুন— রাজ-সদন এই আমার নিবেদন । মল।-( স্বগত) কি !—চিত্ৰবৰ্ম্ম প্রভৃতিও আমার বিদ্বেষী ?-- তবে রাক্ষসের প্রতি এদেরও বিশেষ অনুরাগ ? ( প্রকাশুে ) বিজয়, অমাত্য রাক্ষসের সঙ্গে আমি দেখা করতে চাই । প্রতী —যে জাঙ্কে কুমার। ( প্রস্থান ) দৃশু-রাক্ষসের গৃহ । রক্ষীগণ পরিবৃত রাক্ষস আসনস্থ হইয়া চিন্তা-মগ্ন । রাক্ষ।-(স্বগত) মামাদের সৈন্তবল চন্দ্রগুপ্তের সৈন্তবলের সহিত সম্পূর্ণ সমান ক্কি না ঠিক জানতে ন পারলে আমার মনে আর শান্তি নাই। কেন না":– স্বপক্ষের লোক যত স্বপক্ষেরি অনুগত বিপক্ষে একান্ত বীত-রাগ -এ যদি জানিতে পাই, নিশ্চিত জানিৰ তৰে আমাদেরি ধ্রুব জয় লাভ । কিন্তু যদি স্বতঃ তার আয়ত্ত না হয়, —বশে জানা দেখাইয়া শুধু লোভ-ভয়, ') &