পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి') ? মুদ্রা-রাক্ষস । দু-পক্ষেরি হয় যদি—স্বপক্ষের যাহা প্রতিকুল— তাহা হলে আমাদের পরাজয়, নাহি তাহে ভুল ॥ কিন্তু না - চন্দ্রগুপ্তের প্রতি যাদের বিদ্বেষ-কারণ জানা গেছে— ভেদোপায়ে পূৰ্ব্ব হতেই যাদের স্বপক্ষে আনা-গেছে, প্রায় তাদের দ্বারাই আমাদের সৈন্তমণ্ডলী পূর্ণ—তবে কেন জয়লাভে বৃথা সন্দেহ করচি। ( প্রকাশুে ) প্রিয়ম্বদক ! আমার নাম করে” কুমারের পক্ষাবলম্বী রাজাদের বল, এখন আমরা প্রতিদিন কুসুমপুরের নিকটবৰ্ত্তী হচ্চি—অতএব এখন সৈন্য বিভাগ করে যাত্রা করা কর্তব্য। এইরূপে বিভাগ করবে ৪— সৰ্ব্বাগ্রে আমার পিছে, খস-মগধের সৈন্ত করুক গমন । গান্ধার-যবনপতি-এদের যতনে মধ্যে করিবে স্থাপন । তাহার পশ্চাতে যান্‌ শক-নরপতিগণ চেপি-হুন-সাথে । অবশিষ্ট কৌশূতাদি রাজ-লোকে পরিবৃত কুমার পশ্চাতে ॥ প্রিয়ং —যে আজ্ঞে । (প্রস্থান ) প্রতীহারীর প্রবেশ । প্রতি —জয় হোক অমাত্যের জয় হোক! কুমার অমাতাকে দেখতে ইচ্ছা করেন। রাক্ষ।—বাপু ! একটু দাড়াও—কে আছে ওখানে ?