পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ মুদ্র-রাক্ষল । সেথা তব মন্ত্ৰীপদ-সসন্মান দাস্য-মাত্র —হেথ পূর্ণ প্রভুত্ব তোমার। অধিক কি স্বার্থ লোভে, তবে তুমি কর এবে । হেন নীচ অনার্য্য ব্যভার ? রাক্ষ –কুমার! আমার বিরুদ্ধে এইরূপে দোষের অভিযোগ করে* আবার আপনিই তো তার উচিত উত্তর দিলেন । ( “চন্দ্র গুপ্ত প্রভু-পুত্র” ইত্যাদি পুনৰ্ব্বার পঠন ) মল।—(পত্ৰ অলঙ্কার স্থলিক প্রভৃতি দেখাইয়া) আচ্ছ, এ সব তবে কি ? রাক্ষ —( সাশ্রলোচনে ) এ সব বিধাতার বিড়ম্বনা—চাণক্যের नग्न । भण -( কেন না : — তিরস্কার-পাত্র শুধু যদিও গো মোরা তৃত্যগণ, তথাপি যে সাধু রাজা উপকার করিয়া স্মরণ ভূত্যেরে ভাবিতে মনে ঠিক নিজ পুত্রের মতন —সদসদ-বিবেচক সেই নৃপে পাপ-বিধি করিল বিনাশ --সৰ্ব্ব-পৌরুষ-নাশী সেই লে বিধিরি এই কৌতুক-বিলাস ॥ সক্রোধে) কি ! এখনও নিজের দোষ ঢাকবার জন্ত বলচ এ সমস্ত বিধাতার বিড়ম্বন!—তোমার কোন দোষ নেই ?