পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ २ মুদ্রা-রাক্ষস । শিষ্য।--ওগো শেঠজি—এই দিক্ দিয়ে, এই দিক্ দিয়ে । চন্দ —এই যে আমি এসেছি ( উভয়ের পরিক্রমণ) শিষ্য —গুরুদেব ! এই চন্দনদাস শ্রেষ্ঠী। চনা – সম্মুখে অগ্রসর হইয়া) জয় হোক ঠাকুরের জয় চোৰু ! চাণ।—(অবলোকন করিয়া ) এসো এসো শেঠজি, এই আসনে বোসে । চনা।—(প্রণাম করিয়া) ঠাকুরের কি না জানা আছে—এখানে আদর অভ্যর্থনার কোন ক্রটি নাই। কিন্তু আমি অতি তুচ্ছলোক, এরূপ উচ্চ আসনে বসবার যোগ্য নই—অতএব আমি এই ভূতলেই বসি । চাণ।—শেঠজি ও কথা বোলে না—আমাদের সহিত তুমি সমান আসনে বসবার যোগা—অতএব তুমি এই আসনে উপবেশন কর । চন্দ –(স্বগত) এর কোন অভিসন্ধি আছে । ( প্রকাশ্যে ) যে আজ্ঞা । (উপবেশন ) চাণ —ওগো শেঠজি চন্দনদাস, বাণিজ্য ব্যবসায়ে বেশ লাভ হচ্চে তো ? t চন্দ -হঁ, ঠাকুরের প্রসাদে আমাদের বাণিজ্য নিৰ্ব্বিম্নে চলচে । চাণ।—আচ্ছ বল দেখি শেঠজি, প্রজার চন্দ্রগুপ্তের দোষ কীৰ্ত্তন করবার সময় পূৰ্ব্ব রাজাদের অতিবাদ কি এখনও করে ? চন্দ –(কান ঢাকিয় ) ছি ছি! ও পাপ কথা মনেও করতে নেই ; শারদ নিশা-সমুদিত পূর্ণিমার চন্দ্র চন্দ্রগুপ্তকে দেখে চন্দ্র শ্ৰী অপেক্ষা প্রজাগণ অধিক আনন্দ উপভোগ করে।