পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه/و ল্পসের প্রসঙ্গ মাত্র নাই—এবং পাত্ৰগণের মধ্যে, চন্দনদাসের স্ত্রী ও জুই জন প্রতাহারী—ইহা ব্যতীত আর কোন স্ত্রীলোক নাই। ইহা সত্ত্বেও, পাঠকের আগ্রহ ও কৌতুহল কবি যে সজাগ রাখিতে পারিয়াছেন, ইহা কবির কম ক্ষমতার কথা নহে। পাত্ৰগণের চরিত্রও অতি নিপুণভাবে চিত্রিত হইয়াছে। বিশেষত, চাণক্য ও রাক্ষসের চরিত্র-বৈসাদৃশ্য অতীব পরিস্কটু রেখায় অঙ্কিত হইয়াছে। এরূপ ধরণের নাটক শুধু সংস্কৃত-সাহিত্যে কেন, অন্য সাহিত্যেও दिब्रण ।