পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उिँौम्न पत्रक । ○○ আনন্দের হেতু সেই নন্দে করি ত্যাগ বৈরী মৌর্য্যপুত্রে তব কেন অনুরাগ ? মদগন্ধী গজ-নাশে মদধারা যায় যথা চলে’ নন্দনাশে তব লয় কেন বল হ’ল না চপলে ॥ অপিচ, বলি ওগো নীচ-কুলোদ্ভবে ! খ্যাত কুলোদ্ভব নৃপ হয়েছে কি দগ্ধ সবে এ ধরণীর মাঝে ? তাই কিরে পাপীয়লী পতিত্বে বরিলি তুই কুলহীন রাজে ? অথবা 2-- চপল কুসুম-কাশ পুরন্ধীর মতি পুরুষের গুণ-জ্ঞানে বিমুখ সে অতি ॥ আর, দেখিস অবিনীতে ! তোর আশ্রয়কে উন্মুলিত করে’, আমি তোর মনোরথ ব্যর্থ করব। (চিন্তা করিয়া ) যাহোক আমি চন্দনদাসের গৃহে গৃহজনকে রেখে নগর হতে বেরিয়ে এসে ভালই করেছি । গৃহজনকে সেখানে রেখে এলেম তার কারণঃ– কুসুমপুরে রাক্ষস আবার ফিরে সুাসবে—সে বিষয়ে সে নিতান্ত উদাসীন নয়—এই কথা ভেবে আমাদের সহকাৰ্য্যকারী রাজপুরুষগণের উদ্যম শিথিল হবে না । তীক্ষবিষপ্রয়োগী ব্যক্তি সংগ্রহ করে তাদের দ্বারা চন্দ্রগুপ্তের প্রাণ বধ এবং শক্রদের মধ্যে ভেদ সাধন করবার জন্য শকটদাসের বিপুল ধন-কোষ তে সঞ্চিত আছে। প্রতিক্ষণ শক্ৰদের বৃত্তান্ত জান, বার জন্য এবং তাদের ভেদ সাধন করবার জন্য সুহৃদ্ধর জীবসিদ্ধি প্রভৃতিরাও নিযুক্ত আছে । আর অধিক কি চাই ? (t