পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VᏇ br মুত্র-রাক্ষস । ( প্রকাশুে ) অমাত্যের জয় হোক্‌ ! রাক্ষ —( দেখিয়া ) এই যে বিরাধ—(অৰ্দ্ধোক্তি করিয়া স্মরণ হওয়ায় ) প্রিয়ম্বদক ! এখন সাপ-খেলা দেখে একটু আমোদ ভোগ করা যাক। পরিজনেরা এখন বিশ্রাম করুক—তুমিও তোমার কাজে যtও । প্রিয়ং —যে আজ্ঞা । ( পরিজনবর্গের প্রস্থান ) রাক্ষ —সখা বিরাধগুপ্ত ! এই আসনে বোসো । বিরা । —যে আজ্ঞা অমাত্য । (উপবেশন ) রাক্ষ —( কষ্টের সহিত নিরীক্ষণ করিয়া ) আহা ! মহারাজের পাদপদ্মোপজীবী ভৃত্যদের এখন এই অবস্থা । ( রোদন ) বিরা ।—অমাত্য ! দুঃখ করে কি হবে ? অামার বিশ্বাস, শীঘ্রই আপনি আমাদের পুরাতন অবস্থা আবার ফিরিয়ে আনবেন। রাক্ষ —সখা বিরাধগুপ্ত ! এখন কুসুমপুরের সমস্ত বৃত্তাস্ত বর্ণনা কর । বির – অমাতা ! কুসুমপুরের তো বিস্তীর্ণ বৃত্তান্ত—এখন কোন কথা থেকে আরম্ভ করব বলুন । রাক্ষ ।–চন্দ্র গুপ্তের নগরে প্রবেশ করা হতে, আমার তীক্ষবিষদায়ী চরেরা কি কি কাজ করলে আমি সমস্ত গুনতে চাই। বিরা —এই আমি বলচি গুমুন –চাণক্যের বুদ্ধিতে চালিত হয়ে, শক যবন কিরাত কাম্বোজ পারলীক বাহুলীক প্রভৃতি চন্দ্রগুপ্ত ও পৰ্ব্বতেশ্বরের সৈন্ত-সাগরে-প্রলয়ের জলপ্লাবনের মত—সমস্ত কুসুমপুর একেবারে অবকদ্ধ ;