পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ъ মুদ্র-রাক্ষল | জান নাকি, স্নেহস্থত্রে হেথা অৰস্থিত একা হইয়াও ৬ামি ছিলাম সহস্ৰ ? ॥ —তার পর, তার পর ? রিরাধ।--তার পর, চারি দিক হতে পুষ্পপুর অবরুদ্ধ দেখে, পৌরদিগের প্রতি আচরিত এই অত্যাচার আর সইতে না পেরে, সেই অবস্থায় পৌরজনের অনুরোধে, সুরঙ্গ দিয়ে মহারাজ সৰ্ব্বার্থ সিদ্ধি তপোবনে পলায়ন করলেন। প্রভুর অবর্তমানে আমাদের সৈন্য-মণ্ডলীর প্রযত্ন শিথিল হয়ে গেল—তখন শক্রগণ জয় ঘোষণা করতে লাগল। নগরের মধ্যে থাকলে শক্ৰগণ নানাপ্রকার বিরুদ্ধাচরণ করতে পারে মনে করে’ অমাত্য আপনিও তো সুরঙ্গ দিয়ে পলায়ন করলেন এবং নন্দরাজ্য পুনঃস্থাপন ও চন্দ্রগুপ্তের নিধনের জন্য বিষকন্যা-প্রয়োগের ব্যবস্থা করলেন— কিন্তু দৈবক্রমে সেই বিষকন্যার দ্বারাই নিরপরাধ পৰ্ব্বতেশ্বর নিহত হলেন । স্বাক্ষ।—সখা দেখ, কি আশ্চর্য্য ব্যাপার! অৰ্জুনে বধিতে কর্ণ “একপুরুষ-ঘাতিনী” শক্তি রাখে ঠিক্‌ করি, কৃষ্ণের সন্তোষ-তরে নাশে ঘটোৎকচে উহ, পার্থে পরিহরি। সেইরূপ ৰিষকন্যা রক্ষিত হইয়াছিল চন্দ্রগুপ্ত-তরে, চাণক্যের কল্যাণার্থ নিহত করিল শেষে পরবতেশ্বরে ॥