পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

89 মুত্র-রাক্ষস । রাক্ষ।-(সাশ্র লোচনে ) সখা! দেখ, চন্দ্রগুপ্তের অদৃষ্টগুণে সবাই নিহত হল। চন্দ্রগুপ্ত বধ-তরে বিষময়ী যে কন্যায় নিজে আমি করিমু প্রেরণ, রাজ্যাদ্ধভাগী ৰূপ পৰ্ব্বতক, দৈববশে তাহাতেই হইল নিধন । নিয়োজিমু যাহাদের মহারাজ চন্দ্রগুপ্তে বধিবারে যন্ত্র-বিষ-বলে, তারাই মরিল আগে ; আমার নীতিতে দেখ মৌর্য্যের শুভই শুধু ফলে ॥ বিরা —অমাত্য ! তবু, যে কাজ আরম্ভ কর। গেছে তা ছাড়। উচিত নয়। দেখুন অমাত্য – বিঘ্ন-ভয়ে কাৰ্য্যারম্ভ কভু নাহি করয়ে অধম, আরম্ভিয়া বাধা পেয়ে ক্ষান্ত হয় যে জন মধ্যম, পুনঃ পুনঃ বাধা পেয়ে তবু যেন প্রারব্ধরে ছাড়ে তাহারি উত্তম গুণ, সকলে উত্তম বলে তারে ॥ অপিচ ? -- অনন্ত-শরীরে কিগো হয়নাকে ভূধারণ-ক্লেশ ? তবুতে নিঃক্ষেপ নাহি করে কভু ধরণীরে “শেষ।” দিবাপতি-গতিতে কি –বলদেখি —নাহি পরিশ্রম ? তবুতে নিশ্চলভাবে নাহি থাকে স্বৰ্য্য কদাচন । লজ্জা নাহি পায় কি গো শ্লাঘ্য জন ত্যজি’ অঙ্গীকার ? —অঙ্গীকার পালনইতো সাধুদের চির-কুলাচার ॥