পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विडीौद्र जक । 6 Q রাক্ষ –লখা শকটদাস! সিদ্ধার্থকের বিশ্রামের আয়োজন কম্বে’ দেও । শক —যে আজ্ঞা অমাত্য । ( সিদ্ধার্থকের সহিত প্রস্থান ) রাক্ষ –লখা বিরাধগুপ্ত! কুসুমপুরের অবশিষ্ট বৃত্তান্তটা এখন বল দিকি । কুসুমপুর-নিবাসী চন্দ্রগুপ্তের প্রজাদের উপর আমাদের ভেদ-কাৰ্য্য কি আরম্ভ হয়েছে ? বিরা —ই অমাত্য ! হয়েচে বৈ কি ; যথাক্রমে প্রধান প্রধান রাজপুরুষদের উপর ভেদ-নীতি প্রয়োগ করা যাচ্চে। এখন রাজার সঙ্গে মন্ত্রীর মনান্তর হবার উপক্রম হয়েছে। রাক্ষ।—সখা, তাদের মধ্যে মনান্তরের কারণ কি বল দেখি । বিরা --অমাতা। এই তার কারণ। মলয়কেতুর পলায়নের পর থেকে চন্দ্রগুপ্ত আপনাকে নিঃশত্রু মনে করে’, চাণক্যের মনে আঘাত দিতে কুষ্ঠিত হচ্চেন না, আবার চাণক্যও এখন জয়গৰ্ব্বে গৰ্ব্বিত, তিনিও চন্দ্রগুপ্তের আজ্ঞা ভঙ্গ করে” চন্দ্রগুপ্তের মনে বিরক্তি উৎপাদন করতে সঙ্কুচিত হচ্চেন না । এ তো আমি স্বচক্ষে দেখে এসেছি। রাক্ষ —সখা বিরাধগুপ্ত ! তবে তুমি আবার সাপুড়ের ছদ্মবেশে কুসুমপুরে যাও। সেখানে বৈতালিক-ব্যবসায়ী স্তনকলস নামে আমার একটি স্বহৃদ বাস করেন। তুমি গিয়ে আমার নাম করে তাকে বল, চন্দ্রগুপ্ত যে আজ-কাল চাণক্যের আজ্ঞা ভঙ্গ করচেন সেই বিষয়ে তিনি প্রশংসা-সূচক শ্লোক পাঠ করে চত্রগুপ্তকে যেন উত্তেজিত করেন। তার বা ফল হয়, অতি গোপনে উষ্ট্রারোহী দূতের দ্বারা আমাকে সংবাদ পাঠিও ।