পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুদ্রা-রাক্ষস । ש4 সেই সে প্রতিজ্ঞা পালি’ অতুল ঐশ্বৰ্য্যশালী নন্দরাজ-কুলে, —রাক্ষসেরি সনমুখে— কে বলতে পশুসম বধিল সমূলে ? অপিচঃ — সুদীর্ঘ নিষ্কম্প পক্ষ গৃএগণ চক্রাকারে উড়িছে আকাশে, ঢাকিয়া ভামুর প্রভা চিতাধূম মেঘাচ্ছন্ন করে দিক-দশে, শ্মশানের জীবগণে - বিতরি” আনন্দ, নন্দ-দেহ-চিতানল অদ্যাপি নেবেনি দেখ —বহু বসা-হব্য লভি’ এখনও উজ্জল ৷ রাজ -এও অন্তে করেছে । চাণ।—অন্য কে শুনি ? রাজা ।--নন্দকুল-বিদ্বেষী দৈবের দ্বারাই এ কাজ হয়েছে। চাণ —মূর্থের নিকটেই দৈবের প্রমাণ গ্রাহ্য। রাজা --যারা জ্ঞানবান তারাই নিরহংকারী। চাণ।—(ক্রোধ অভিনয় করিয়া ) বৃষল ! বৃষল ! আমাকে তুমি সামান্ত ভূত্যের ন্যায় দমন করতে চাও ? এই দেখ, বদ্ধশিখা মোচন করতে আবার আমার হস্ত ধাবমান (ভূমিতে পদ৮ ঘাত করিয়া ) আরোহিতে প্রতিজ্ঞায় এ চরণ আবার ধাবিত ।