পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । Նց: মঙ্গ-ভঙ্গ-ভয়ে তাহ। অন্যভাবে প্রকাশেন রাজার সম্মুখে ॥ ভাগু —aয আজ্ঞা কুমাব, এইখানে থেকেই শোনা যাক । রাক্ষ —বাপু ! সে কাৰ্য্যটি কি সিদ্ধ হয়েছে ? করভ —অমীত্যের প্রসাদে তা সিদ্ধ হয়েছে । মল।—সখা ভাগুরায়ণ । কার্যাট কি বল দিকি ? ভাগু —কুমার, অমাত্যের কথাবাৰ্ত্তার মৰ্ম্ম তলিয়ে পাওয়া ভার--- আমি তো এখনও ঠিক ধরতে পারচি নে। যাই হোক, এখন মনোযোগ দিয়ে গুমুন কুমার । রাক্ষ —আমি সমস্ত সবিস্তারে শুনতে চাই । কর ।—গুমুন মন্ত্রিমশায়, আপনি তো আমাকে এই আজ্ঞা করেছিলেন যে “দেখ করভক ! আমার নাম করে বৈতালিক স্তনকলসকে বলবে, “দুর্মতি চাণক্য যেযে বিষয়ে আজ্ঞাভঙ্গ করেছে, সেই সেই বিষয়ে চন্দ্রগুপ্তকে উত্তেজিত করবার জন্ত শ্লোক রচনা করে তার সাম্নে যেন পাঠ করা হয় ।” স্বাক্ষ ।--তার পর—তার পর ? কর। — তার পর আমি পাটলীপুলে গিয়ে বৈতালিক স্তনকলসকে অমাত্যের এই কথা বল্লেম। রাক্ষ – তার পর ? কর ।—পৌরজনের ননী বংশের বিনাশে বিষণ্ণ থাকায়, তাদের পরিতোষের জন্ত চন্দ্রগুপ্ত কুমুমপুরে কৌমুদী-উৎসবের অনুষ্ঠান করতে বলেন । তারা এই উৎসব-আমোদ চিরকাল করে’ এসেছে, তাই তারা—প্রিয় বন্ধুর পুনর্দর্শনের মত—এই আদেশ সাদরে গ্রহণ করলে ।