পাতা:মুরলী.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
মুরলী।
১৪
নিবারণ।
ইমন-পুরবী—কাওয়ালী।

শ্যাম চরণ ধরিয়ে কর একি রঙ্গ।
করেছি বাসনা ছাড়িতে তব সঙ্গ।
করি’ প্রেম সাধ
ঘটেছে বিষাদ
সাধে বাধ সাধিলে ত্রিভঙ্গ।
যাও শঠরাজ,
নাহি তব লাজ,
করি মান ছুঁইও না আমার এ অঙ্গ।



১৫
আহ্বান।
মিশ্র-ভৈঁরো—দাদ্‌রা।

চন্দ্র কিরণ হইল মলিন
উঠ কৃষ্ণ চন্দ্র হে।
মেল মেল চারু আঁখি
গাহে শুক সারী হে।
পূরব গগনে
উজল কিরণে
উদিল নবীন ভানু হে।