পাতা:মুরলী.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মুরলী।
১৫

কুঞ্জে কুঞ্জে
ভ্রমর গুঞ্জে
মধুর মধুর লোভে হে।
অলস ত্যজিয়া
উঠলো জাগিয়া
শ্যাম সোহাগিনী হে।
পোহাইল রাতি
উঠ রসবতি,
উঠ উঠ দোঁহে হে।



১৬
প্রাণ-জুড়ায়।
ভৈরবী—মধ্যমান।

গোধন লয়ে রাখাল রাজা
কে যায় কে যায়।
চরণে চরণ দিয়ে বাঁশরী বাজায়।
শিরে বাধা শিখি চুড়া,
চারু অঙ্গে পীত ধড়া
কি মোহন গুঞ্জ বেড়া
হেরে নয়ন জুড়ায়।
অধরে মুরলী বাজে
ভাল সেজেছে রাখাল সাজে
রাধে রাধে বাঁশী বাজে
শুনে মন প্রাণ জুড়ায়।