পাতা:মুরলী.djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

উৎসর্গ পত্র।

বহুমানভাজন শ্রদ্ধেয় সুকবি ও ঔপন্যাসিক

শ্রীযুত মুনীন্দ্রপ্রসাদ সর্ব্বাধিকারী


সুহৃদ্বর করকমলেষু।

যে “মানস-সরোবরে”—“হৃদয়-লহরী”
“প্রফুল্ল নির্ম্মাল্য” দিয়া সাজা’ল সুন্দর,
“মানস-কুঞ্জের” মাঝে বসিয়া যে জন
“গার্হস্থ্য-সন্ন্যাস” ধর্ম্ম দেখাল জগতে;
“কুম্ভকর্ণী-নিদ্রা” তত্ত্বে “জীবন-বীমায়”
“পাঁচ-ইয়ারের” রঙ্গে রঙ্গ-ব্যঙ্গ যা’র;
“হিতবাণী” শুনাইল যে সিদ্ধ সাধক
“নবীনের সংসারেতে কশা যা’র করে—
“শুভকর্ম্মে গদ্য পদ্য” যাহার কৌতুক,
“জলপ্লাবনের” দৃশ্যে যে কাঁদে কাঁদায়;
যা’র অভিনব সৃষ্টি “সমরে সেবক”,
সিদ্ধ হস্তে যে বাজায় “মুরজ-মুরলী”
সে সাহিত্য-মহারথী মুনীন্দ্রের করে
সাধের “মুরলী” মম দিলাম সাদরে।

গুণমুগ্ধ
শ্রীসারদাপ্রসাদ ঠাকুর।