পাতা:মুরলী.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মুরলী।
২৭
২৭
তৃপ্তি।
ভৈরবী—একতালা।

মন-বন মম পুলকিত করি’
মন-বাঁশী একবার বাজত;
হৃদয়-কনদরে প্রেমের ঝঙ্কারে
রাধে রাধে একবার গাহত’।
হৃদয় আকাশে নীলিমার মাঝে
শারদ চাঁদিমা হাসত’;
হৃদয়-তটিনী কল কল নাদে
দুকুল উছলি’ বহত’।
মন-বন বিহারী কিশোর কিশোরী
হৃদি-বৃন্দাবনে হেরত;
নবঘন মাঝে বিজলীর ছটা
মন নয়ন হেরত।
নবীন নীরদ গরজি’ মধুর
বরষি শীতল করত,
ত্রিতাপে তাপিত কলুষিত চিত
শান্তি বারিতে মুছত’।