পাতা:মুরলী.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মুরলী।
২৯
২৯
টুটল ভ্রান্তি।
মিশ্র-কীর্ত্তন—যৎ।

আওয়ে নটবর,
বাওয়ে সুন্দর,
ঘন বেণু তান রসাল।
হিয়া মাহ পৈঠল
রূপ নিরমল,
আকুল পন্থে দরশাল।
মুরতি উজর,
শ্যাম মনোহর,
কিয়ে নব জলধর কান্তি।
চাতক এ চিত
ভৈল তিরপিত,
টুটল মরীচিকা ভ্রান্তি।
অপরূপ রূপ,
রসিক ভূপ,
পিউ বঁধু নন্দ দুলাল
আও মেরি কান্ত
তোঁহারি একান্ত
কুরু করুণা শরণ্য পাল।