পাতা:মুরলী.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মুরলী।
৫১
৫১
নব সাধ।
কীর্ত্তন—একতালা।

আমার মরা ত হ’লনা।
মরিবার সাধে ঘটিল যে বাদ
কি হ’বে গো সখি বল না।
যদি শ্যাম রায়
আসে পুনরায়—
প্রাণ যদি রয়, দেখা যদি হয়,
দিবস যামিনী—এইত ভাবনা।
মরিলে দেখা আর ত হ’বেনা,
মনেতে রহিবে মনের বেদনা
পরাণের সাধ পরাণে মিলা’বে
বলিবার কথা বলা ত হ’বেনা।
হয়েছে বিগত শতেক বছর
তথাপি আসিবে আমার নাগর,
শীর্ণ দেহে হ’বে যৌবন সঞ্চার
তরুলতা ফুল শুকা’য়ে রবেনা।
ব্রজের বিপিনে বাঁশরী বাজিবে
শুক সারি শিখি নাচিবে গাহিবে,
আবার যমুনা উজানে বহিবে
অন্তর্হিত হ’বে অন্তর-যাতনা।