পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । ጻዕr হইয়াছিলেন বলয় শুনা যায়। র্তাহাদের পূৰ্ব্বপুরুষ ভগবান রায় মোগল বাদসহিদিগের নিকট হইতে যে সমস্ত দেবোত্তর লাখেরাজ সম্পত্তি জায়গীররূপে প্রাপ্ত হন, তন্মধ্যে কিরীটেশ্বরীও অন্ততম । উহা “ভবানী থান” নামে তাহদের সনন্দমধ্যে লিখিত ছিল । বঙ্গাধিকারিগণের আদি নিবাস বৰ্দ্ধমান জেলার অন্তর্গত কাটােয়ার নিকটস্থ খাজুরডিহি গ্রাম। ভগবান রায় সম্ভবতঃ সা সুজার সময়ে কাননগোপদে প্রতিষ্ঠিত হইয়াছিলেন ।* সা সুজার সময় রাজমহল বাঙ্গলার রাজধানী থাকায় ও কাটোয়ার নিকটে বঙ্গাধিকারিগণের বাস হওয়ায়, কিরীটেশ্বরী তাহাদের জায়গীরান্তর্গত হওয়া নিতান্ত অসম্ভব নহে। কিরীটেশ্বরী অনেক দিন পর্য্যন্ত বঙ্গাধিকারিগণের সম্পত্তির অন্তভূর্ত ছিল, ক্রমে তাহ তাহাদের হস্তচু্যত হয়। দর্পনারায়ণের পূৰ্ব্বে কিরীটেশ্বরীর অবস্থা তত ভাল ছিল না। মন্দিরাদি জীর্ণ হইতে আরব্ধ হয়, চতুৰ্দ্ধিক বনজঙ্গলে আবৃত হইয় পড়ে। দর্পনারায়ণ বন জঙ্গলাদি কাটাইয় গুপ্তমঠ + নামে দক্ষিণদ্বারী প্রাচীন আদি মন্দিরের সংস্কার করাইয়া বৰ্ত্তমান পশ্চিমম্বারী মন্দির ও কতিপয় শিবমন্দির ও ভৈরবমন্দির নিৰ্ম্মাণ করান। ‘কালী সাগর নামে একটী পুষ্করিণীও খনিত হইয়া প্রস্তরময় সোপান দ্বারা ভূষিত হয়। দর্পনারায়ণ কিরীটেশ্বরী মেলা নামে তথায় এক মেলার প্রতিষ্ঠা করেন। অদ্যাপি পৌষ মাসের মঙ্গল

  • মৎপ্রণীত মুর্শিদাবাদ-কাহিনীর বঙ্গাধিকারী প্রবন্ধ দ্রষ্টব্য।
  • গুপ্ত মঠের নাম দেবীর গুপ্ত কিৰীট হইতে বা গুপ্ত বংশের নাম হইতে হইয়াছে তাহা বুঝা যায় না। সম্ভবতঃ দেবীর গুপ্ত কিৰীট হইতে উহার ইরূপ নাম হইয়া থাকিবে । -