পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । ጻጫ সভারামের পুত্র রঘুনাথ এই শুভ মঠ নিৰ্ম্মাণ করেন। ১৬৮৭ শাক বা ১৭৬৫ খৃঃ অব কোম্পানীর দেওয়ার্নাগ্রহণের বৎসর। মুর্শিদাবাদ রাজলক্ষ্মীর অনুগ্রহবঞ্চিত হওয়ায় ও ক্রমে বঙ্গাধিকারিগণের অবস্থা শোচনীয় হওয়ায় কিরীটেশ্বরীরও অবস্থা দিন দিন হীন হইতে আরব্ধ হয়। অষ্টাদশ শতাব্দীতে ইহার গৌরব এতদূর বিস্তৃত হইয়াছিল যে, বহুদূরদেশ হইতে সাধুসন্ন্যাসিগণ এখানে তীর্থপর্য্যটনে আগমন করিতেন। পাণ্ডীগণের নিকট দলে দলে যাত্রী উপস্থিত হইত। বাঙ্গলার প্রায় সমুদায় সন্ত্রান্ত বংশের ও অনেক মব্যবিত্ত গৃহস্থেরও নাম কিরীটেশ্বরীর পাণ্ডীগণের খাতায় অদ্যাপি লিখিত আছে। মুর্শিদাবাদের নবাবগণও কিরীটেশ্বরীর মহিমার সম্মান করিতেন । নবাব জাফর আলি খ বা মীর জাফর তাহার দেওয়ান মহারাজ নৃদ্ৰকুমারের অনুরোধে অন্তিম সময়ে কিরীটেশ্বরীর চরণামৃত পান করিয়াছিলেন। }

  • শ্লোকটী এইরূপ অশুদ্ধ ভাবে লিখিত অাছে,—

“সাকে সপ্তষ্টকালেন্দু সংখে সস্তৃপ্রিয়ে পুরে সভারাম হতোহকাষী দ্রঘুনাথ মঠং শুভং ” BB BBDD SK KB BBB BBB DDB BB BB BS BBB অtঙ্কারে লিখিত হইত। শ্লোকটী শুদ্ধ করিয়া লইলে এইরূপ পাঠ হয়। শাকে সপ্তাষ্টকালেলুসংথো শস্তুপ্রিয়াপুরে । সভারামহতোহকার্যাদ্রঘুনাথে মঠং শুভং ॥ সপ্তষ্টিকালেন্দু ৭৮৬১, অঙ্কের বামাগতি অনুসারে ১৬৮৭ শাক হয় ।

  • Seir Mutaqlierin ( English Translation ) Vol. 11. P. 342.