পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գն মুর্শিদাবাদের ইতিহাস । অষ্টাদশ শতাব্দীতে এইরূপে কিরীটেশ্বরীর মহিমা বিস্তৃত হইয়াছিল। কিরীটেশ্বরীর বর্তনান অবস্থা কিন্তু এক্ষণে অত্যন্ত শোচনীয় হইয়া পড়িয়াছে। বর্তমান সময়ে কিরীটেশ্বরীর প্রায় সমস্ত মদিরাদি ভগ্নস্তুপে বর্তমান পরিণত হওয়ার উপক্রম হইয়াছে। তাহার যে যে শৰই ৷ চিহ্ন বিদ্যমান আছে, আমরা তাহাদের বর্তমান অবস্থা বর্ণন করিতে চেষ্টা করিতেছি । কিরীটেশ্বরীর বর্তমান মন্দির পশ্চিমম্বারী, উহা দৰ্পনারায়ণকর্তৃক নিৰ্ম্মিত বলিয়া কথিত হইয়া থাকে, এযং রাজা রামকৃষ্ণ একবার তাহার সংস্কার করাইয়াছিলেন বলিয়া শুনা যায়। মন্দিরের সন্মুখে একটা বিস্তৃত বারানা, মন্দিরমধ্যে কোন দেবীমূৰ্ত্তি নাই, কেবল একটী উচ্চ প্রস্তর বেদী আছে। তাযুর পশ্চাতে নানা শিল্পকাৰ্যসমন্বিত একটা প্রস্তরভিত্তি বেদীসংলগ্ন হইয়া দণ্ডায়মান । উচ্চ বেদীর উপর কারুকাৰ্য্যভূষিত আর একটা ক্ষুদ্র বেদী অবস্থিত। সাধারণ লোকে তাহাকেই কিরীট বলিয়া থাকে। এই ছোট বেদীর ও বড় বেদীরই উপরিভাগে একটা কুণ্ড । বড় বেদীর নিম্নস্থ মন্দিরের তলভাগ ও মন্দিরভিত্তির কতকদুর পর্যন্ত কৃষ্ণমৰ্ম্মর প্রস্তরমণ্ডিত। মন্দিরের পশ্চাতে এক বৃহৎ বটবৃক্ষ শাখা বিস্তার করিয়া তাহীকে আচ্ছাদিত করিয়া রাখিয়াছে মন্দির যেরূপ জীৰ্ণ হইয়াছে, তাহাতে অধিক দিন তাহার অস্তিত্ব থাকার সম্ভাবনা নাই। প্রাচীন মন্দির দক্ষিণমুখে অবস্থিত, ইহার অভ্যস্তরেও নুতন মন্দিরের ন্যার উচ্চ বেদীর উপর ক্ষুদ্র বেদী ও শিল্পকাৰ্য্যমণ্ডিত প্রস্তরভিত্তি। উচ্চ বেদীর উপর কুণ্ড দৃষ্ট হয় না । গৃহ ভগ্ন হওয়ায় সম্ভবতঃ তাহ আচ্ছাদিত হইয়া