পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ांशंभ ज्ञ५Tांश ! ግ» পড়িয়াছে। ছাদ, ভিত্তি প্রভৃতি প্রায় সমস্তই পতিত হওয়ায় ইহ ভগ্নস্তুপে পরিণত হইয়াছে। এই প্রাচীন মন্দিরের দ্বারের নিকট একখানি প্রস্তর খণ্ড প্রোথিত আছে, তাহ রামকৃষ্ণের আসন বলিয়া প্রসিদ্ধ । নূতন মন্দির প্রাচীন মন্দির অপেক্ষ বৃহত্তর, উভয় মন্দিরের একই প্রাঙ্গন। এই প্রাঙ্গনের মধ্যস্থলে অীর একখানি প্রস্তর প্রোথিত আছে, তাহাও রাজা রামকৃষ্ণের আসন বলিয়া কথিত হইয়া থাকে । মন্দিরপ্রাঙ্গনের প্রবেশদ্বার পূৰ্ব্বমুখে অবস্থিত, প্রবেশদ্বারটা আজিও দণ্ডায়মান আছে, আর অধিক দিন থাকিবে কি না সনেহে । মন্দিরপ্রাঙ্গনে প্রবেশ করিয়া দ্বারের দক্ষিণে ও বামে ছুইটী ভগ্নাবস্থ শিবমন্দির দৃষ্ট হয় । তাহার মধ্যে দক্ষিণ ভাগের মন্দিরট রাজনগরাধিপ বৈদ্যরাজ রাজবল্লভের প্রতিষ্ঠিত বলিয়া কথিত । মন্দিরমধ্যে শিব বৰ্ত্তমান আছেন। তাহারই নিকটে আর একটা দক্ষিণদ্বারী বৃহত্তর শিবমন্দির, মনিরাভ্যস্তরেও একটা বৃহৎকায় বিদীর্ণ শিব লিঙ্গ অবস্থিত। উক্ত মন্দিরও রাজা রাজবল্লভের নিৰ্ম্মিত বলিয়া প্রসিদ্ধ। মন্দিরের সম্মুখে একটা প্রস্তরস্তম্ভে একটা ক্ষুদ্র প্রস্তরনিৰ্ম্মিত বৃষ দৃষ্ট হয়। এইরূপ প্রবাদ প্রচলিত আছে যে, রাজা রাজবল্লভের পুত্র নির্দয়ৰূপে নিহত হইলে, এই বৃহৎ মন্দিরমধ্যস্থ শিবলিঙ্গ ৰিদীর্ণ হইয়া যান। তাহার অব্যবহিত পরে রাজার গলদেশে প্রস্তর বাধিয়া গঙ্গাগর্ভে নিক্ষেপ করা হয় । এই ঘটনা নবাব কাশেম আলি খী বা মীরকাশেমের আদেশে অনুষ্ঠিত হষ্টয়াছিল। কিরীটেশ্বরী গ্রামের মধ্যেও রাজা রাজবল্লভের

  • সাধারণ লোকে জাহাকে বঙ্গীর হাঙ্গামার সময়ের ঘটনা বলিয়া থাকে। ত্তি ৰাস্তবিক তাহ নহে। ইতিহাসে রাজা ও উাছার সকল পুত্ৰগণ একসঙ্গেই