পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե 5 মুর্শিদাবাদের ইতিহাস প্রতিষ্ঠিত আর একটী শিবমন্দির আছে। কালীসাগর পুষ্করিণী পূৰ্ব্বপশ্চিমে দীর্ঘ, উত্তরদিকে মন্দিরপ্রাঙ্গনসংলগ্ন একটা বাধাঘাটের সৌপানাবলীর কতক চিহ্ন বিদ্যমান আছে । অধিকাংশ সোপানই অদৃশু, কেবল ৫।৬ টা মাত্র অবশিষ্ট আছে, সে গুলি প্রস্তরনিৰ্ম্মিত । কয়েকটা সোপানের নিয়ে ঘাটের পূর্ব ও পশ্চিমে দুটা শিবমন্দির। পূৰ্ব্বদিকের মন্দিরটা আজিও ভগ্নাবস্থায় দণ্ডীয়মান আছে। মধ্যে ভগ্ন শিবলিঙ্গ ; পশ্চিমদিকের মন্দিরের ভিত্তিমাত্র অবশেষ, শিবলিঙ্গটাও বিদ্যমান আছে। সোপানাবলীর উপরিস্থিত চাতালের পশ্চিমদিকে পূৰ্ব্বোল্লিখিত রঘুনাথনিৰ্ম্মিত মঠ, মন্দিরট জীর্ণ হইয়া পড়িয়াছে। মন্দিরদ্বারের মস্তকে প্রস্তরফলকে পূৰ্ব্বোক্ত শ্লোক লিখিত আছে। তাহার পশ্চাতে আর একটা শিব মন্দির। চাতালের পূর্বদিকে একটা নাতিবৃহৎ মন্দিরমধ্যে কৃষ্ণ প্রস্তরনিৰ্ম্মিত একটা মূৰ্ত্তি অবস্থিত, তাহ ভৈরবমূৰ্ত্তি বলিয়া পূজিত হইয়া থাকে, কিন্তু প্রকৃত প্রস্তাবে উহা কষ্টিপ্রস্তরনিৰ্ম্মিত একটা বুদ্ধমূৰ্ত্তি। উক্ত মূৰ্ত্তি যে ভৈরব মূৰ্ত্তি নহে এবং স্পষ্টতঃ বুদ্ধমূৰ্ত্তি, তাহ একটু লক্ষ্য করিয়া দেখিলেই বেশ বুঝিতে পারা যায়। বুদ্ধের যে পাঁচ প্রকার মূৰ্ত্তি * সচরাচর দৃষ্ট হইয়া থাকে, এই মূৰ্ত্তিটা তন্মধ্যস্থ ধ্যানী বুদ্ধমূৰ্ত্তি বলিয়া বিবেচিত হয়। পদ্মাসনস্থ, একহন্ত ক্রোড়স্থ, অপর হস্ত মীর কাশেমের আদেশে মুঙ্গেরে গঙ্গাগর্ভে নিক্ষিপ্ত হইয়াছিলেন বলিয়া লিখিত WïCE | -

  • বুদ্ধের পাঁচ প্রকার মূৰ্ত্তি যথা—১ ধানী বুদ্ধ, ২ সমাধিস্থ বুদ্ধ, ৩ প্রচারক

বুদ্ধ, ও যাত্ৰী বুদ্ধ, ও মুমূর্ষ, বুদ্ধ। তন্মধ্যে ধানী বুদ্ধমূৰ্ত্তিই অধিক পরিমাণে fe &ri sitcr ( Mitras Buddha Gaya P. 130. ) - ভৈরবরূপী বুদ্ধমূৰ্ত্তি ।