পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VR মুর্শিদাবাদের ইতিহাস । এখানে আনীত হইয়াছিল, ইহা নির্ণয় করা বড়ই কঠিন । ভৈরবরূপী বুদ্ধের মন্দিরট অধিক দিনের নিৰ্ম্মিত বলিয়া বোধ হয় না। উহা দপনারায়ণের নিৰ্ম্মিত বলিরা যে প্রবাদ প্রচলিত আছে, তাহার সম্ভব হইতে পারে। তাহার পূৰ্ব্বে উক্ত মন্দির ভগ্নাবস্থায় ছিল, কিম্বা উহ নূতন নিৰ্ম্মিত হইয়াছে তাহাও বুঝা যায় না। তবে তাহার অবস্থা দেখিয়া বোধ হয় পূৰ্ব্বে তথায় কোন একটা মন্দির ছিল, কিন্তু সেই মন্দিরে এই ভৈরবরূপী বুদ্ধমূৰ্ত্তি, কি অন্ত কোন মূৰ্ত্তি ছিল, তাহ বুঝিবার উপায় নাই। মন্দিরগাত্রে কালভৈরবের সহচর কুকুরাদিরও মূৰ্ত্তি আছে ; এই ভৈরবমন্দির ব্যতীত মন্দিরপ্রাঙ্গনে আর কোন বিশেষ চিহ্নাদি নাই। একটা প্রশস্ত ভিত্তির উপর কতকগুলি ভগ্ন শিবলিঙ্গ আছে, পূৰ্ব্বে তথায়ও কোন মন্দির ছিল বলিয়া বোধ হয় । পশ্চিম দিকে, কতকগুলি স্বরের ভগ্নাবশেষ আছে, সম্ভবতঃ তাঁহা মন্দিরপরিচারকগণের বাসস্থান ছিল। মন্দিরপ্রাঙ্গনে অশ্বখবৃক্ষমূলে কতকগুলি ভগ্ন দেবমূৰ্ত্তি মূল দ্বারা আবৃত হইয়া আছে। প্রাঙ্গনের বাহিরেও কতকগুলি শিবমন্দির ও ভগ্ন গৃহাদির চিহ্ন দেখিতে পাওয়া যায়। কিরীটেশ্বরীর এই বৃহৎ মন্দিরে নিত্য পুজা হইয়া থাকে বটে, কিন্তু গ্রামের মধ্যস্থ আর একটী নবনিৰ্ম্মিত মন্দিরে বিশেষরূপে পুজা ভোগাদি সম্পন্ন হয়। উক্ত মন্দির এক্ষণে গুপ্তমঠ নামে প্রসিদ্ধ, এবং সেইখানেই দেবীর কিরীট বিদ্যমান আছে। উক্ত কিরীট প্রথমে আদি মন্দিরে, পরে পশ্চিমম্বারী নূতন মন্দিরে ছিল, অবশেষে উহ! তথা হইতে গ্ৰামমধ্যস্থ নুতন মন্দিরে আনীত হইয়াছে । अञ्चांछ किंझ ।