পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե-Ե মুর্শিদাবাদের ইতিহাস। সাময়িক বাসস্থান বলিয়া অনুমান করা যাইতে পারে । * রাঙ্গামাটীর নিকট গোকৰ্ণ নামক স্থানে কর্ণরাজার গোশালী ছিল বলিয়। কথিত হয় । প্রবাদ পরিত্যাগ করিয়া রাঙ্গামাটর ঐতিহাসিকতাসম্বন্ধে আলোচনা করিলে অনেক তত্ত্ব অবগত হওয়া যায় । }মাটাই উহ! প্রাচীন কালে কর্ণসুবর্ণ রাজ্যের রাজধানী ছিল বলিয়া স্থির হয় । চীনপরিব্রাজক হিউয়েন সিয়াঙ্গ যৎকালে ভারতবর্ষে আগমন করিয়াছিলেন, সেই সময়ে তিনি ভারতের নানাস্থান পরিভ্রমণ করিয়া কী-লো-না-স্ব-ফ-লা-নী বা কর্ণসুবর্ণ। রাজ্যে উপস্থিত হন। কর্ণসুবর্ণ রাজধানীর নাম হওয়ায় সমস্ত রাজ্যও কর্ণসুবর্ণ বলিয়া প্রসিদ্ধ হয় । কর্ণসুবর্ণের স্থাননির্দেশসম্বন্ধে ইউরোপীয় পণ্ডিতগণ ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে উপনীত হইয়াছেন। # কিন্তু পূৰ্ব্বাপর আলোচনা করিয়া দেখিলে মুর্শিদাবাদের রাঙ্গামাটকেই উক্ত কর্ণসুবর্ণ বলিয়া প্রতীত হয়। পূৰ্ব্বেই উল্লিখিত হইয়াছে যে, রাঙ্গামাটর সহিত দাতাকর্ণের * "মেদিনীপুরের নিকট কণগড় নামক স্থান দাতাকর্ণের রাজধানী ছিল বলিয়। কথিত হয়। মেদিনীপুর প্রদেশও অঙ্গরাজ্যের অন্তভূর্ত হওয়ায় কর্ণ গড়ও দাতাকণের সাময়িক বাসস্থান হইতে পায়ে । + চীন কী-লে-ন-স্ব-ফ-ল-না সংস্কৃত কর্ণসুবর্ণের রূপান্তর মাত্র। কেহ কেহ বলিয়া থাকেন যে, সুবর্ণরেখা নদীতীরে কর্ণস্বযর্ণ অবস্থিত ছিল, কাহারও কাহারও মতে বীরভূম ও কাহারও কাহারও মতে সিংহভূমে কর্ণসুবর্ণ অবস্থিত ছিল বলিয়া কধিত হয়। ডাক্তার ওয়াডেল বর্তমানের কাঞ্চননগরকে কর্ণহবর্ণ বলির নির্দেশ করিয়া থাকেন, কিন্তু বহুতর প্রমাণ স্বারা মুর্শিদ্বারাদের রাঙ্গামাটাই যে কর্ণসুবর্ণ ছিল, ইহ। স্থিরীকৃত হইয়াছে । সেই সমস্ত প্রমাণ যথামুরূপ প্রদত্ত হইতেছে ।