পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । ৯১ বৃত্তান্তে উক্ত লো-টাে-বী-চী কী-টাে-মো-চী বা রক্তমৃত্তি নামে অভিহিত হইয়াছে। জুলিয়ান, বীল প্রভৃতি ইউরোপীয় পণ্ডিতগণ উক্ত লো-টো-বী-চী ও কী-টো-মো-চীর রক্তমৃত্তি * অর্থ করিয়া থাকেন। রাঙ্গামাটা যে উক্ত রক্তমৃত্তির অপভ্রংশ তাহ বোধ হয় কেহই অস্বীকার করিবেন না । সুতরাং কাণসোনা বা কর্ণসুবর্ণের সহিত রক্তমৃত্তি বা রাঙ্গামাটর যেরূপ সম্বন্ধ দেখা যাইতেছে, তাহাতে মুর্শিদাবাদের রাঙ্গামাট যে প্রাচীন কর্ণসুবর্ণ রাজ্যের রাজধানী ছিল, সে বিষয়ে অণুমাত্র সন্দেহ থাকিতে পারে না। হিউয়েন সিয়াঙ্গের বিবরণ হইতে কর্ণসুবর্ণের অবস্থান সম্বন্ধেও আলোচনা করিয়া দেখিলে রাঙ্গামাটীকে প্রাচীন কর্ণসুবর্ণ বলিয়া প্রতীত হয় । সিওকণী ও হিউয়েন সিয়াঙ্গের জীবনবৃত্তাস্তে র্তাহার কর্ণসুবর্ণে উপস্থিতিসম্বন্ধে কিছু কিছু অনৈক্য আছে বলিয়া প্রথমতঃ বোধ হইয়া থাকে। কিন্তু বিশেষ রূপে আলোচনা করিয়া দেখিলে কর্ণসুবর্ণের অবস্থানসম্বন্ধে কোন অনৈক্যের উপলব্ধি হয় না। সিওর্কীতে লিখিত আছে যে, হিউয়েন সিয়াঙ্গ পৌণ্ডবৰ্দ্ধন হইতে কামরূপে গমন করেন । তথা হইতে সমতট অতিক্রম করিয়া তাম্রলিপ্তিপ্রদেশে উপস্থিত হন। তামলিপ্তি হইতে ৭০০লী { উত্তরপশ্চিমে কর্ণসুবর্ণরাজ্যে আগমন করেন । বর্তমান মালদহপ্রদেশ পৌণ্ডবৰ্দ্ধন বলিয়। কথিত হয়, এবং তাম্রলিপ্তি বর্তমান তমলুকের প্রাচীন নামমাত্র।

  • Redmud (Buddhist Records of the Western World, Wol II P. 202. and Life of Hiuan Tiang by s Beal P. 13) )

f २वौ = भाहेछ ।