পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为8 মুর্শিদাবাদের ইতিহাস। হন। লোকে তাহার অদ্ভুত সজ্জার কথা জিজ্ঞাসা করিলে তিনি এইরূপ উত্তর করিতেন যে, অত্যধিক বিদ্যার প্রভাবে তাহার উদর বিদীর্ণ হওয়ার আশঙ্কায়, তিনি তাহাকে তাম্ৰপত্রাবৃত করিয়া ছেন, ও অজ্ঞানান্ধকারাচ্ছন্ন লোকদিগের দুঃখে কাতর হইয়} মস্তকে আলোক ধারণ করিয়াছেন । দশ দিন পর্যন্ত কেহই তাহার সহিত বিচারে অবতীর্ণ হয় নাই। রাজ্যের বিদ্বান ও পণ্ডিতগণের মধ্যে কেহই তর্কযুদ্ধে অগ্রসর হইতে সাহস করেন নাই। রাজা ইহাতে দুঃখিত হইয়া এইরূপ প্রকাশ করেন যে, রাজ্যমধ্যে কি এতদূর অজ্ঞতা বিস্তৃত হইয়াছে যে, কেহই এই ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে সমর্থ হইতেছে না ? ইহা রাজ্যের পক্ষে বড়ই দুর্গামের কথা । রাজ্যের নির্জন প্রদেশপর্য্যন্ত অনুসন্ধান করা কৰ্ত্তব্য । ইহার পর এক ব্যক্তি রাজার নিকট প্রকাশ করে যে, বনমধ্যে একটা অদ্ভুত লোক বাস করেন, তিনি আপনাকে শ্রমণ বলিয়া পরিচয় দেন। শ্রমণ অত্যন্ত বিদ্বান, এক্ষণে জ্ঞানার্জনের জন্ত নির্জনে অবস্থিতি করিতেছেন। তিনি এই অধাৰ্ম্মিক লোকের নিকট সম্পূর্ণরূপে ধৰ্ম্মমত স্থাপন করিতে পরিবেন। রাজা এই কথা শুনিয়া নিজেই তাহাকে আহবান করেন। শ্রমণ উত্তর দেন যে, আমি একজন দাক্ষিণাত্যবাসী, দেশভ্রমণে বহির্গত হইয়া এখানে পথিকের ছায় অবস্থিতি করিতেছি। আমার ক্ষমতা যৎসামান্ত, তথাপি আমি আপনার ইচ্ছায়ু সারে যাইতে প্রস্তুত আছি, কিন্তু কিরূপ ভাবে বিচার হইবে আমি তাহার কিছুই অবগত নহি । যদি আমি পরাজিত না হই, তাহ কৃইলে আমার অনুরোধক্রমে আপনাকে একটা সজারাম স্থাপন করিতে হইবে, এবং উক্ত সঙ্গারামে বৌদ্ধনীতির গৌরব ঘোষণার