পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । ১৭ . পর কান্তকুজ ( গোঁড়াধিপতি ) গুপ্তকর্তৃক গৃহীত হয়, ও রাজ্যত্র মুক্ত হইয়৷ বিন্ধারণ্যে প্রস্থান করেন। হর্ষবৰ্দ্ধন সে সময়ে দিগ্বিজয়ে গমন করিয়াছিলেন। তিনি রাজ্যবৰ্দ্ধনের মৃত্যুসংবাদে অত্যন্ত শোকবিহবল হইয় পড়েন। পথিমধ্যে রাজ্যবৰ্দ্ধনের অনুচর ভণ্ডির সহিত সাক্ষাৎ হইলে, হৰ্ষবৰ্দ্ধন গোঁড়াভিমুখে যাত্রা করার আদেশ দিয়া, নিজের ভগিনীর অনুসন্ধানে প্রবৃত্ত হন । বিন্ধ্যারণ্যে দিবাকরমিত্র নামে গ্রহবৰ্ম্মার পরিচিত এক বৌদ্ধ যতির নিকট রাজ্যশ্রীর সংবাদ পাইয়া, তাহার উদ্ধারসাধন করেন, এবং ভগিনীকে উক্ত যতির আশ্রমে রাখিয়া, গঙ্গাতীরে নিজ সৈন্তের সহিত মিলিত হন । হর্ষচরিতে রাজা হর্ষের বিবরণ এই পর্য্যস্তু লিখিত হইয়াছে । কিন্তু অন্যান্ত প্রমাণ হইতে জানা যায় যে, তিনি তংপরে গৌড়াধিপতিকে পরাজয় করিয়া কান্তকুজের সিংহাসনে উপবিষ্ট হইয়াছিলেন। ভারতের পঞ্চপ্রদেশ * তাহার করায়ত্ত হয় ; উক্ত পঞ্চপ্রদেশের মধ্যে গৌড় অন্ততম। হিউয়েন সিয়াঙ্গ এই গৌড়ের অধিপতিকে কর্ণসুবর্ণরাজ শশাঙ্ক বলিয়া উল্লেখ করিয়াছেন । হিউয়েন সিয়াঙ্গ কান্তকুজরাজ হর্ষবৰ্দ্ধন শীলাদিত্যের সভায় উপস্থিত হইয়াছিলেন। তাহার কান্তকুজপ্রসঙ্গে

  • डिदिवांनः भूख्*ख१ ७काकिनः पिथक९ वडशन ७रु जांउब्र१ बाi°ीठिथ &डोशैौ९ ॥ ( इर्वकब्रिउ बछे छक्र,ाग । )

মধুবনের শিলালিপিতেও ঐরূপ ভাবের কথা আছে, যথা— —“উৎখায় দ্বিধতো বিজিত্য বহুধাং কৃত্ব প্রজানাং প্রিয়ং প্রাণামুঙ্গি স্বত্তবানরীতিভবনে লতামুয়োধেন ব: ॥” * হিউয়েন সিরাঙ্গ Five Indies ৰলিয়া উল্লেখ করিয়াছেন, Five Indies সম্ভবত: পঞ্চগৌড় হুইবে ।