পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

в е মুর্শিদাবাদের ইতিহাস। কর্ণসুবর্ণ গুপ্তবংশের কোন একটা শাখার রাজধানী ছিল, এবং শশাঙ্ক উক্ত গুপ্তবংশেই জন্মগ্রহণ করিয়াছিলেন । শশাঙ্ক তাহার উপাধি ছিল, কিন্তু শশাঙ্কের প্রকৃত নাম কি তাহ বুঝিবার উপায় নাই। রাঙ্গীমাট যে গুপ্তবংশের রাজধানী ছিল, মুদ্রাদির আবিষ্কার দ্বারা তাহ প্রতিপন্ন হইয়া থাকে। রাঙ্গামাটীতে যে সমস্ত প্রাচীন মুদ্রা পাওয়া গিয়া থাকে, তাহার অধিকাংশই গুপ্তমুদ্রা বলিয়া স্থির হয় । আমরা ঐ জাতীয় দুইটা মুদ্রার আবিষ্কার করিয়াছি। উক্ত মুদ্রাদ্বয়ের এক দিকে কমলাত্মিক মূৰ্ত্তি ও অপর দিকে ধতুৰ্দ্ধর রাজমুর্তি অঙ্কিত আছে। গুপ্তবংশের অনেক মুদ্রায় ঐরুপ চিত্র দেখিতে পাওয়া যায়। উহাদের একটাঁতে “রবিগুপ্তস্ত” ও অপরটতে “জয় মহারাজ” লিখিত আছে । শেষোক্তটর সম্পূর্ণ পাঠোদ্ধার হর নাই। * উক্ত দুইটা মুদ্রার মধ্যে একটা রাঙ্গামাটার নিকটস্থ যন্থপুর গ্রামের জনৈক কৃষকরমণীর লিকট হইত্তে পাওর। গিয়াছে। যদুপুরের নিকটস্থ রাজবাড়ীডাঙ্গার ভূমিকৰ্ষণকালে উক্ত মুদ্র প্রাপ্ত হওয়া যায়। এই রাজবাড়ী ডাঙ্গা দাতাকর্ণ বা কণসেনের প্রাসাদের ভগ্নাবশেষ বলিয়া প্রসিদ্ধ। মুদ্রাচীর একদিকে রাজমুৰ্ত্তি, তাহার বাম হস্তে ধনুক, ও দক্ষিণ হস্তে তীর, রাজার মুকুট অস্পষ্ট, অঙ্গাবরণ দুই পার্থে লম্বমান, তীরের উপর ধ্বজচিহ্ন আছে। उँौtब्रब्र श्रृंiाई प्रक्रिचंडांtशग्न ¢*?ौब्र जवमांन अश८*ब्र नहिउ “ब्र”, अकब्र ब*ि হস্তের নিয়ে খৰ, তীরের সর্বনিরদেশে গু, উভয় পদের অন্তর্বর্তী স্থানে 'গ', <दः शशाकब्र निtन्न ‘छ' श्शrठ ‘ब्रवि७खश' aहे श्रृंi# बूकाईठ८झ । क्विाकर्ष সম্পাদক প্রযুক্ত নগেন্দ্রনাথ বস্তু এই পাঠোদ্ধার করিয়াছেন । গুপ্তবংশের স্বতগুলি মুদ্র আবিষ্কৃত হইয়াছে, তাহার কোনটাতে রবিগুপ্তের নাম मृहे হয় না । সুতরাং প্রত্নতত্ত্ববিদগণের নিকট উহা বে একটা নুতন পদার্থ গ ৰিয়ে সঙ্গেহ নাই। নগেন্ত্র বাবু রৰিগুপ্তৰে কৰিরিাজ শশাঙ্কের পূর্ণ