পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায়। >> a বিভিন্ন। এক্ষণে এইরূপ প্রবাদ প্রচলিত আছে যে, রাঙ্গামাটর শেষ রাজা তাহার নিকটস্থ চোটীর বিলে সপরিবারে প্রাণ বিসর্জন করেন। এই সমস্ত প্রবাদের কোনও মুল আছে কি না, বলা যায় না, এবং এই সকল রাজা মহারাজেরও কোনই পরিচয় পাওয়ার উপায় নাই। রাঙ্গামাটধবংসের কোনও রাজনৈতিক কারণ ছিল কি না, বলিতে পারা যায় না, তবে প্রাকৃতিক কারণে তাহার যে ধ্বংস হইয়াছিল, ইহা বেশ বুঝা যায়। যে কারণে গুপ্তবংশীয়দের প্রধান রাজধানী পাটলিপুত্রের ধ্বংস হইয়াছিল, সেই জলপ্লাবনে র্তাহাদের অন্ততম রাজধানী রাঙ্গামাটর ধ্বংস হয় বলিয়া অনুমান হইয়া থাকে। রাঙ্গামাটর কঠিন রক্তবর্ণাভ ভূমি পললময় মৃত্তিকাদ্বারা আচ্ছাদিত বলিয়া উক্ত অনুমান দৃঢ় হইয় উঠে । রাঙ্গামাটার প্রাচীন বিবরণ সম্বন্ধে যথাসাধ্য আলোচনা করা হইয়াছে। এক্ষণে তথায় প্রাচীন সময়ের যে সমস্ত চিহ্ন বিদ্যমান আছে তাহার উল্লেখ করা যাইতেছে। উইলফোর্ড সাহেব লিখিয়াছেন যে, পূৰ্ব্বে রাঙ্গামাটীর একটা স্থান মহাদেবের পুজার জন্য উৎসর্গীকৃত হইয়াছিল, এবং অনেক ভূভাগ তাহার সেবার জন্ত অৰ্পিত হয়। উক্ত উৎসর্গীকৃত ভূভাগকে হরাপণ ভূমি বলিত। তাহ গঙ্গাগর্ভে লীন হইলে আর একটা স্থান পুজার জন্য নির্দিষ্ট হয়। কিন্তু এক্ষণে তাহার প্রতি লোকের আর তাদৃশ যত্ন নাই, এবং শিবলিঙ্গও স্থানান্তরিত হইয়াছে, এই শিবমন্দির কোন স্থানে ছিল, তাহ জানিবার উপায় নাই। কারণ, রাঙ্গামাটর অধিকাংশই এখন ভাগীরথীগর্ভস্থ। ঠাকুরবাড়ীড়াঙ্গা নামে একটা উচ্চ রাঙ্গামাীির প্রাচীন চিহ্ন ।