পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> RV মুর্শিদাবাদের ইতিহাস। হইতে কেবল এক জন মাত্র ধৰ্ম্মপালের বিবরণ অবগত হওয়া যায় এবং রাজেন্দ্র চোলের দিগ্বিজয়সময়ে মগধে সেই সুপ্রসিদ্ধ ধৰ্ম্মপালের রাজত্ব স্থির হওয়ায় উত্তররাঢ়ের মহীপাল তাহারই সমসাময়িক বলিয়া স্পষ্ট বুঝা যাইতেছে। এই মহীপাল ব্যতীত আরও অনেক মহীপালের উল্লেখ দৃষ্ট হয় । * তন্মধ্যে দুই জন মহীপাল ধৰ্ম্মপালের বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন । মদনপালাদির তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, উক্ত মহীপাল দ্বয় ধৰ্ম্মপালের অনেক পুরুষ পরবর্তী। রাজেন্দ্রচোলদেবের গিরি লিপিতে উত্তররাঢ়ের মহীপালকে ধৰ্ম্মপালের সমসাময়িক বলিয়া উল্লেখ করায় এবং সাগরদীঘীর শ্লোকোক্ত সময়ের সহিত ধৰ্ম্মপালের সময়ের সামঞ্জস্ত হওয়ায় উত্তররাঢ়ের মহীপাল ধৰ্ম্মপালবংশীয় মহীপালদ্বয়ের অন্ততর হইতে যে বিভিন্ন ব্যক্তি, তাহা অবশুই স্বীকার করিতে হইবে + উত্তররাঢ়ের মহীপাল ধৰ্ম্মপালের সমসাময়িক ও পালবংশীয় হইতেছেন, অথচ ধৰ্ম্মপাল ংশের তালিকায় তাহার কোন উল্লেখ দৃষ্ট হয় না। এমত স্থলে এইরূপ অনুমান করা যাইতে পারে যে, যে প্রসিদ্ধ পালবংশে

  • গোয়ালিয়ার, কনোজ প্রভূতির রাজবংশেও মহীপাল নামে রাজার मांभ पृष्टे श्य ।
  • বাবু নগেন্দ্রনাথ বস্তু তাহার বিশ্বকোষে পালরাজবংশপ্রস্তাবে উত্তররাঢ়ের মহীপালকে ধৰ্ম্মপালবংশীয় প্রথম মহীপাল বলিয়৷ স্থির কয়িয়াছেন । রাজেন্দ্রচোলের গিরিলিপি হইতে যখন ধৰ্ম্মপাল ও মহীপালকে সমসাময়িক বলিয়া বুঝা যাইতেছে এবং সাগরীয় শ্লোকোক্ত সময়ের সহিত ধৰ্ম্মপালের সময়েরও বখন ঐক্য হইতেছে, তখন উত্তররাঢ়ের মহীপালকে পালরাজবংশের প্রথম মহীপাল হইতে বিভিন্ন ব্যক্তি বলিয়া স্থির করাই সঙ্গত।