পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । । ১২৯ ধৰ্ম্মপাল জন্মগ্রহণ করিয়াছিলেন, মহীপাল তাহীরই অন্ত এক শাখা হইতে উদ্ভূত হন, এবং ধৰ্ম্মপালের গৌড়বিজয়ের পর তাহারই সাহায্যে উত্তররাঢ়ে রাজত্ব আরম্ভ করেন। পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, রাজেন্দ্রচোলের গিরিলিপি হইতে জানা যায় যে, যে সময়ে ধৰ্ম্মপাল বিহারে, মহীপাল উত্তররাঢ়ে রাজত্ব করিতেন, সে সময়ে দক্ষিণরাঢ় রণপূর নামে রাজার অধীন ছিল। এই রণশ্বর ষে আদিশূরবংশীয় সে বিষয়ে সন্দেহ নাই। কুলজী গ্রন্থ হইতে আদিশূর তৎপুত্র ভূশুর, ভূশুরের পুত্র ক্ষিতিশূর, ও ক্ষিতিশূরের প্রপৌত্র ধরাশূরের বিবরণ অবগত হওয়া যায়। কিন্তু রণশ্বরের কোন বিবরণ জানিতে পারা যায় না। ভূশুর পৌণ্ডবৰ্দ্ধন হারাইয়া যখন দক্ষিণরাঢ়ে নুতন রাজধানী স্থাপন করেন, তখন রণপূর যে র্তাহার পরবর্তী তাহা বেশ বুঝা যাইতেছে, এবং তিনি যে ক্ষিতিশূরেরও পরবর্তী তাহাও আলোচনার দ্বারা স্থির হইয়া থাকে। রাঢ়ীয় কুলজীগ্রন্থে দৃষ্ট হয় যে, ক্ষিতিশূর রাঢ়ীয় ব্রাহ্মণগণকে ৫৬খানি গ্রাম দান করেন এবং সেই সেই গ্রাম হইতে রাঢ়ীয় ব্রাহ্মণগণের ৫৬ গাঞির উৎপত্তি হয় । । উক্ত * কাপ্তেন লেয়ার্ড উত্তররাঢ়ের মহীপালকে সমুদপালের বংশধর বলিয়া *RNi: *tas 1 ( Asiatic Society's Journal, 1853, P. 518) aë সমুদ্রপাল এক জন যোগী ছিলেন, তিনি বিক্রমাদিত্যের ৯• বৎসর বয়সে তাহার দেহে প্রবেশ করিয়া ৫৫ বৎসর রাজত্ব করেন । তাহীতে বিক্রমদিত্যের 3 8 a *■«** 3t5T7 &* 1 ( Asiatic Researches. Vol, IX. P. 133 ) এই প্রবাদ ব্যতীত সমুদ্রপালের আর কোন উল্লেথ দেখা খায় না । । + “ক্ষিতিপূরেণ রাজ্ঞাপি ভূশুরস্ত স্বতেনচ । ক্রিয়ন্তে গাঞিসংজ্ঞানি তেষাং স্থানবিনির্ণয়াৎ " (৮ বংশী বিদ্যারত্ব সংগৃহীত ফুলপঞ্জিকা । বঙ্গের জাতীয় ইতিহাস ১ম খণ্ড, ১ম ভাগ, ১১৬ পৃ । ) こ?