পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిe মুর্শিদাবাদের ইতিহাস । ৫৬ থানি গ্রামের মধ্যে কতকগুলি উত্তররাঢ়ের অন্তর্গত হওয়ায়, * তৎকালে উত্তররাঢ় যে শুরবংশীয়দের অধীন ছিল, ইহা বেশ বুঝা যাইতেছে। মহীপালদেবকে উত্তররাঢ়ে রাজত্ব করিতে দেখায়, এইরূপ অনুমান হয় যে, উত্তররাঢ় পরে শুরবংশীয়দিগের হস্তচু্যত হয়, এবং রণপূরকে কেবল দক্ষিণরাঢ়ের রাজা বলিয়া উল্লেখ করায়, উত্তর ও দক্ষিণরাঢ়ের ভিন্ন ভিন্ন গ্রামে ব্রাহ্মণগণের স্থাপয়িত ক্ষিতিপূর রণপূরের পুৰ্ব্ববৰ্ত্তই হইবেন। সুতরাং রণপূরকে ক্ষিতিপূরের পুত্র বলিয়া নির্দেশ করা যাইতে পারে। রণপুরের রাজত্বের প্রথমে অথবা ক্ষিত্তিশূরের রাজত্বের শেষভাগে উত্তররাঢ় মহীপালদেবের হস্তগত হয় । তিনি পালবংশীয় হওয়ায় তাহাদের অপর শাখা হইতে উদ্ভুত ধৰ্ম্মপালদেব যে তাহাকে ¥ छैद्धब्रग्राप्प्लब अश्वर्णउ छैङ अिधगयूश्ञ भएश निम्नलिपिउ अिभसनि মুর্শিদাবাদ-প্রদেশের অন্তভূর্ত—সেউ, জঙ্গীপুর হইতে ৪-ক্রেশ দক্ষিণ-পশ্চিমে অবস্থিত, এই গ্রাম হইতে সেউ গাঞি হইয়াছে। ঝিক বা ঝিকরা, বহরমপুর হইতে ৮ ক্রোশ দক্ষিণ-পূৰ্ব্ব, ইহা হইতে ঝি ফরাঢ়ি গাঞির উৎপত্তি । গুড়, মুর্শিদাবাদ সহর হইতে ৬ ক্রোশ পশ্চিমে, ইহা হইতে গুড়ী গাঞির উৎপত্তি । পুল, মুর্শিদাবাদ সহর হইতে ৩• ক্রেশ পশ্চিমে, ইহা হইতে পুৰ্ব্ব গাঞি হুইয়াছে। পুতিতুও ( এক্ষণে চলিত নাম পুতুও বা পাতুঙ )—জেমুয়া কানী হইতে ৪ ফ্লোশ উত্তর-পূৰ্ব্বে, ইহ। হইতে পতিতুও গাঞি হয়। মহন্ত ফত্তেসিংহ পরগণার অন্তর্গত, পলাশী গ্রাম হইতে ২॥• ক্রোশ উত্তর-পশ্চিম, ইহা হইতে মহাষ্ঠী বা মহিন্ত গাফির উৎপত্তি হইয়াছে । ( বঙ্গের জাতীয় ইতিহাস ১ম খণ্ড, ১ম ভাগ ১১৮-১২৪ পৃষ্ঠা ) ইহাদের মধ্যে ২ । ১ খানি গ্রাম এক্ষণে বাগড়ির মধ্যেও পড়িয়াছে। নগেন্দ্র বাবু মুর্শিদাবাদ জেলার বালিগ্রাম হইতে বালিগাঞির উৎপত্তি মনে করেন। আমাদের বিবেচনায় উহা হাবড়ার নিকটস্থ প্রসিদ্ধ লালিই হইবে।