পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । నిచి এবং তঁহারই সাহায্যে জয়ন্ত পঞ্চগৌড়ের অধীশ্বর হন। এই জয়ন্ত যে আদিশূর, তাহারও প্রমাণ আছে। কুলজীগ্রন্থ হইতে জানা যায় যে, ভূণুর আদিশূরের পুত্র । * কোন কোন কুলজী গ্রন্থে তিনি জয়স্তের পুত্র বলিয়াও উল্লিখিত হইয়াছেন । । সুতরাং জয়ন্ত যে আদিশূরের নামান্তর সে বিষয়ে সন্দেহ নাই। রাজতরঙ্গিণী পাঠে জানা যায় যে, জয়াপীড় ৬৬৭ শাক হইতে ৬৯৮ শাক পৰ্য্যন্ত রাজত্ব করিয়াছিলেন। আদিশূর র্তাহার সমসাময়িক হইলে, তাহার পর ভূশুর ও ধৰ্ম্মপালের সময় স্থির করা কৰ্ত্তব্য। ৬৯০ শাকে ভূপূরের রাজত্বারম্ভ ধরিয়া লইলে তাহার কয়েক বৎসর পরে যে, ধৰ্ম্মপালকর্তৃক গৌড়বিজয় হয়, এরূপ স্থির করা যাইতে পারে। যদি আমরা ৭১০ শাকে ধৰ্ম্মপালকর্তৃক গৌড়বিজয়ের সময় নির্দেশ করি, তাহা হইলে তাহ নিতান্ত অসঙ্গত বলিয়া বোধ হয় না । ৭১০ শাকে গৌড়বিজয় হইলে তাহার কিছু পূৰ্ব্বে ধৰ্ম্মপাল যে, মগধে রাজত্ব আরম্ভ করিয়াছিলেন, সে বিষয়ে সন্দেহ নাই । সুতরাং ৭০৭ শাক বা ৭৮৫ খৃষ্টাব্দে আমরা ধৰ্ম্মপালের রাজত্বারম্ভের কাল বলিয়া স্বীকার করিতে 卉 “ভূণুরনামক পুত্র আদি নৃপতির মুনিপঞ্চকের যজ্ঞে জন্ম র্যার স্থির ।” ( রামজয়কৃত বৈদ্যকুলপঞ্জিকা । সম্বন্ধনির্ণয় ৩৩১ পূঃ ) + “ভূশুরেশচ রাজ্ঞাপি শ্ৰীজয়ন্তস্বতেনচ” (ব্রাহ্মণডাঙ্গ নিবাসী ৮ বংশী বিদ্যারত্ব ঘটকের সংগৃহীত কুলপঞ্জিক। ) "আদিশুরস্বতেণচ” এরূপ পাঠও দৃষ্ট হয় । ( বঙ্গের জাতীয় ইতিহাস ১ম ভাগ, ১ম খ, ১১৪ পূঃ । ) -