পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায়। రిg থাকি। কারণ পূৰ্ব্বাপর আলোচনা করিলে অন্যান্ত প্রমাণের দ্বারা স্থিরীকৃত ধৰ্ম্মপালের সময়ের সহিত অপরাপর ইন্দ্ররাজের সময়ের অনেক পার্থক্য হইয়া পড়ে। ৩য় ইন্দ্ররাজের পর আমরা ২য় কক্ক রাজকে রাষ্ট্রকূটবংশের তালিকায় দেখিতে পাই । রাষ্ট্রকূটবংশের ৭৪৪ শকাগোর ১২ই বৈশাখের একখানি তাম্রশাসনে দৃষ্ট হয় যে, গৌড়েশ্বরের আক্রমণ হইতে আত্মরক্ষা করিবার জন্ত মালবপতি কক্ক রাজের আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । * এই গৌড়েশ্বর যে ধৰ্ম্মপাল, সে বিষয়ে সন্দেহ নাই। সুতরাং ২য় কঙ্ক রাজের পূর্ববর্তী ৩য় ইন্দ্ররাজ যে ধৰ্ম্মপালকর্তৃক পরাস্ত হইয়াছিলেন, তাহা বেশ বুঝা যাইতেছে। জৈন হরিবংশে লিখিত আছে যে, ৭০৫ শকাবো উত্তর প্রদেশে কৃষ্ণনৃপজ ইন্দ্রায়ুধ নামে রাজ রাজত্ব করিতেন ; + রাষ্ট্রকুটবংশের তালিকায় ২য় কৃষ্ণরাজের এক পুরুষ পরে ৩য় ইন্দ্ররাজের উল্লেখ আছে উক্ত তালিকা দ্বারা রাজগণের পরস্পরের সম্বন্ধ বুঝিতে পারা যায় না, কিন্তু কাহার পর কাহার রাজত্বকালের সম্ভব হইতে পারে, ইহাই নির্দিষ্ট হইয়াছে। সুতরাং কৃষ্ণরাজের এক পুরুষ পরে ইন্দ্ররাজের নাম দৃষ্ট হওয়ায় ৩য় ইন্দ্ররাজকে কৃষ্ণনৃপজ বলা নিতান্ত অসঙ্গত নহে। সুতরাং ইন্দ্রায়ুধকে ইন্দ্ররাজ বলিয়া স্বীকার করা যাইতে পারে। ৭০৫ শকাব ইন্দ্ররাজের রাজত্বকাল হইলে তাহার

  • সাহিত্য ১৩০১, অগ্রহায়ণ ৫১৭ পৃঃ । + "শাকেত্বৰ দশতেযু সপ্তম্ব দিশং পঞ্চোত্তরেযুক্তরাং

পাতীন্দ্রায়ুধনায়ি কৃষ্ণনৃপজে শ্ৰীবল্লতে দক্ষিপাম্।” ( জৈনহরিবংশ ৬৬ সর্গ ॥১ 3 Indiau Antiquary Vol XI. P. 100.