পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । ১৩৭ সুতরাং জৈন গ্রন্থাগুযায়ী ৬৭৩ শীকে যশোলস্মর্ণদেবের অবস্থান ও ৭৫৬ শাক পৰ্য্যন্ত আমরাজের রাজত্বকাল হইলে, আমরা যে সময়ে ধৰ্ম্মপালের রাজত্বারস্ত নির্দেশ করিতেছি, তাহ{ অনায়াসে প্রতিপন্ন হইতে পারে । জৈনগ্রন্থে দেখা যায় যে, বাকৃপতি ধৰ্ম্মপালের সভাপণ্ডিত ছিলেন । রাজতরঙ্গিণী পাঠেও অবগত হওয়া যায় যে, কাশ্মীররাজ ললিতাদিত্য কান্তকুজরাজ। যশোবন্মাকে পরাস্ত করিয়া বাকৃপতি, ভবভূতিপ্রভৃতি কবিগণকে কাশ্মীরে লইয়া গিয়াছিলেন । * ৬১৯ শাক হইতে ৬৫৫ শাক কিন্তু পূৰ্ব্বাপর আলোচনা করিয়া দেখিলে তাহ সঙ্গত বলিয়া বোধ হয় ন৷ কারণ নারায়ণপালের তাম্রশাসসে ইন্দ্র রাজকে ধৰ্ম্মপালের আরাতি বলিয়। উল্লেখ করায়, তাহার মিত্র আমরাজ বা চক্রায়ুধের বিদ্রোহী পুত্রকে তাহ বল। যাইতে পারে না । জৈন হরিবংশে ইস্রায়ুধকে কৃষ্ণনৃপজ বলা হইয়ছে, এবং আমরা যখন রাষ্ট্রকূট রাজবংশের তালিকায় ইন্দ্রের অল্প পূর্বেই কৃষ্ণরাজের নাম পাইতেছি, তপন তাহাকে রাষ্ট্রকূটবংশীয় বলিয়া স্থির করাই কর্তব্য । তিনি পালরাজের তাম্রশাসন হইতে দেখাইয়াছেন যে, ধৰ্ম্মপাল পিতা চত্রায়ুধকে পুনরায় কান্তকুঞ্জ রাজ্য দান করিয়াছিলেন, তাহতে পঞ্চালবাসিগণ হর্ষলাভ করিয়াছিলেন । ইহার মুল উদ্ধত করেন নাই। বাস্তবিক যদি মূলের অনুবাদ এইরূপ হয়, তাহা হইলেও বিশেব দোষ ঘটে না । পিতা অর্থে পঞ্চালবাসিগণের পিতা বা পালয়িত বলিলে কোন দোষ হর না, অথবা চক্রায়ুধ অবশেবে তাহার পুত্রকর্তৃক পুনর্বার রাজ্যচু্যত হওয়ায় ধৰ্ম্মপাল পুনৰ্ব্বার উহাকে স্বরাজ্যে স্থাপন করিয়াছিলেন ।

  • অধ্যাপক ভাণ্ডারকর, ৭৫৩ খৃষ্টাব্দ বা ৬৭৫ শাক যশোবর্ধার মৃত্যুর সময় বলিয়া নির্দেশ করিয়াছেন । কিন্তু পুৰ্ব্বাপর আলোচনা করিলে তাহার অনেক পরে যশোবর্ধার মৃত্যু হইয়াছিল বলিয়া বোধ হয়। নগেন্দ্র বাবু ৭৭৫ খ.ষ্টাব্দ বা ৬৯৭ শাক যে তামরাজের রাজারোহণের কাল অনুমান করিয়াছেন উfহাই সঙ্গত বলিয়া বোধ হয় ।

ンし*