পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

। ंचश्* धश्]ां । te খলিস্ট হুইয়াছিল বলিয় প্রতীত হয়। ৭৪০ শাকে সাগরদী খনিত ইইলে, তাহার কয়েক বৎসর পূৰ্ব্বে যে, মহীপাল উত্তরগ্রাঢ়ে প্রাঙ্গন্ধ আরম্ভ করিয়াছিলেন, তাহ স্বীকার করিতেই হইবে । আমরা ৭৩৫ শাকে বা ৮১৩ খৃষ্টাকে উত্তররাঢ়ে মহীপালের রাজস্থায়ন্ত গু মহীপাল নগরনিন্মর্ণণ এবং ht *ीक दां ४8७ খৃষ্টাঙ্গে তাহার রাজত্বশেষ অনুমান করিয়া থাকি। সুতরাং ৭৫৮ শাক বা ৮৩৬ খৃষ্টাব্দে রাজেন্দ্র চোলকর্তৃক তাহার পরাজয় অনায়াসেই প্রতিপন্ন হইতে পারে। রণশুরকে ক্ষিতিপূরের পুত্র স্বীকার করিলে ৭৩২ শাক বা ৮১৩ খৃষ্টাৰে তাহার রাজস্থারম্ভ অনুমান করা যাইতে পারে, এবং ৭৩৫ শাক বা ৮১৩ খৃষ্টাব্দে তিলি ধে মহীপালকর্তৃক উত্তররাঢ়চু্যত হন তাহাও স্বীকার করা যায় { অমিয়া মহীপালের সময়নির্দেশসম্বন্ধে যথাসাধ্য আলোচনা করিলাম। এক্ষণে তাহার রাজধানী মহীপাল- ana. সাগরের ধর্তমান অবস্থার যথাযথ বিবরণ প্রদানের লগঞ্জে ৰঞ্জচেষ্টা করিতেছি। পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, মন অবস্থা। মহীপালনগর প্রতিষ্ঠিত হইয়া ৩। ৪ ক্রোশ পর্যন্ত বিস্তৃত ও অগণ্য গোধৰাণায় বিভূষিত হয়। অদ্যপি সেই বিস্তৃভ নগরের ভগ্নাবশেষ বিদ্যমান আছে। জলহাটী-আজিমগঞ্জ রেলওয়ের বাড়াগ বা শাহাপুর ষ্টেশন হইতে আরম্ভ করিয়া ভাগীরধীতীরস্থ গল্পসাবাদ পৰ্য্যন্ত প্রায় ৪ ক্রোশ স্থানে উক্ত মহীপালনগরের ভগ্নাবশেষ কৃষ্ট হইরা থাকে, এবং যে স্থানে মহীপালের প্রাসার নির্কুি ইয়াছিল, জ্যাপি তাহ মহীপাল নামে শুসিদ্ধ। বাজ মহীপালদেবের প্রাসাদ এক্ষণে কতকগুলি