পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2) 8 kr মুর্শিদাবাদের ইতিহাস । আছে, এক্ষণে তাহাকে বুড়া পীরের আস্তানা বলে । সেই স্তুপের উপর কতকগুলি বৃক্ষও জন্মিয়াছে। সম্ভবতঃ উক্ত স্তুপ ঘাটসংলগ্ন কোন গৃহাদির ধ্বংসাবশেষ হইবে। পশ্চিম পারের উত্তর-পশ্চিম কোণে আর একটা শু,প আছে, তাহ পুৰ্ব্ব পারের বুড়া পীরের ভাগিনেয়ের আস্তান বলিয়। কথিত । তাহার উপরেও কতকগুলি বৃক্ষ জন্সিয়াছে। পূৰ্ব্ব পারের উপর সন্তোষপুর নামক একখানি গ্রাম আছে, * উহা মহীপালের সময় হইতে বর্তমান বলিয়া কথিত। দীর্ঘীর উত্তর-পূৰ্ব্ব কোণে সাগরদীঘী থান, ও তাহারই কিছু দূরে রেলওয়েষ্টেশন স্থাপিত হইয়াছে। ষ্টেশন হইতে দীর্ঘীর উত্তর পার দেখিতে পাওয়া যায়। সাগরদীঘীর দক্ষিণ পার হইতে কিছু দূরে মুসন্মানদিগের একটা নুতন দরগা নিৰ্ম্মিত হইয়াছে। মুসন্মানরাজত্বসময়েও সাগরদীৰ্ঘ অঞ্চলের যথেষ্ট প্রাধান্ত ছিল। সাগরদীধীর জল অদ্যাপি অনেক গভীর আছে, এবং তাহাতে বৃহৎ বৃহৎ মৎস্ত পাওয়া যায়। দীর্ঘীর কতকাংশ শৈবালে আচ্ছাদিত হইয়t পড়িয়াছে। সাগরদীঘীর পশ্চিমে লস্করদীঘী নামে আর একটা দীঘী দেখা যায়, তাহ সাগরদীঘী হইতে আকারে অনেক ক্ষুদ্র। সাহাপুর বা বাড়াল ষ্টেশনের নিকটে দুইটা দীঘী আছে, তাহার একটা এখনও প্রশস্ত বলিয়া বোধ হয়। অপরট গ্রীষ্মকালে জলশূন্ত হইয়া পড়ে, তাহাকে লোকে কাণদীঘী বলে। উক্ত কাণাদীঘীর

  • দিনাজপুরের মহীপালীধীর নিকট সন্তোষনামে গ্রাম আছে । উক্ত মহীপালদৗধী ধৰ্ম্মপালবংশীয় দ্বিতীয় মহীপালদেবের খনিত বলিয়। প্রসিদ্ধ ।

+ সাগরদীঘীর নিকট হইতে হোসেন সার নামাঙ্কিত ২। ১ট রৌপ্যমুদ্রা গাওয়া গিয়াছে, পরে সে শিযয়ের উল্লেখ করা যাইবে ।