পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । S 8:S উপর দিয়া রেলপথ চলিয়া গিয়াছে। মহীপালদেবের বিবরণ ব্যতীত উত্তররাঢ় জয়পালনামে রাজারও উল্লেখ দেখা যায়, তিনিও যে পালবংশোদ্ভব সে বিষয়ে সন্দেহ নাই । আমরা মহীপালপ্রভৃতির বিবরণে উত্তররাঢ়ে পালবংশের রাজত্বের বিষয় বর্ণনা করিয়াছি, এবং পালবংশের পূৰ্ব্বে তথায় যে পূরবংশের আধিপত্য ছিল, তাহাও উল্লিখিত হইয়াছে। উত্তররাঢ় যেরূপ পালবংশের অন্ততম শাখাদ্বারা শাসিত হইয়া প্রসিদ্ধি লাভ করিয়াছিল, সেইরূপ ইহা এক শ্রেণীর সম্রাস্ত কায়স্থগণকর্তৃক অধুষিত হইয়া অদ্যাপি বাঙ্গালার মধ্যে একটা প্রসিদ্ধ প্রদেশ বলিয়া কীৰ্ত্তিত হইতেছে। উত্তররাঢ়ের নামানুসারে উক্ত , কায়স্থ সন্তানগণ উত্তররাটীয় কায়স্থ নামে প্রসিদ্ধ। রাঢ়প্রদেশ % সাধারণতঃ উত্তররাঢ় ও দক্ষিণরাঢ় এই দুই প্রধান ভাগে বিভক্ত। পূৰ্ব্ব উল্লিখিত হইয়াছে যে, সেনবংশের রাজত্বকালে তাহাদের অধিকৃত রাজ্য মিথিল, রাঢ়, বাগড়ী বা বগু (উপবঙ্গ), বারেন্দ্র এ ও বঙ্গ, এই ৫ ভাগে বিভক্ত হয়, * এবং বল্লালসেনদেব উক্ত পঞ্চ বিভাগের কৰ্ত্ত বলিয়া প্রসিদ্ধ। কিন্তু বল্লালসেনের বহুপূৰ্ব্ব হইতে রাঢ়প্রদেশের অন্তর্গত উত্তররাঢ় ও দক্ষিণরাঢ়ের কথা যে অবগত হওয়া যায়, তাহাও উল্লিখিত হইয়াছে। মিথিলার পর হইতে উড়িয্যাপৰ্য্যন্ত সমস্ত প্রদেশই রাঢ় বলিয়া প্রসিদ্ধ। ইহার মধ্যে কতদূর পর্যন্ত উত্তররাঢ়ের শেষ ও উত্তররাঢ় ও উত্তররাঢ়ীয় काशङ् । S >

  • রাঢ়বঙ্গেী তথা বগ-বারেন্দ্রমিথিলেী তথা ।

ইতি তেষাং পঞ্চসংজ্ঞা দেশাচারামুসারত: কায়স্থকাধিক।